সিমান্ত উন্নয়নে ৫৭৫টাকা দিলেও রাজ্য সরকার সঠিক ভাবে ব্যাবহার করছে না সাংসদে দাবী তুললেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্ক :বুলবুল ঝড়ে বিধ্বস্ত পরিবার ও এলাকার জন্য কেন্দ্রের তরফে ইতিমধ্যেই প্রায় ৪১১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাজ্য়ে বুলবুলের জন্য় আর্থিক ক্ষতি দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কেন্দ্রের তরফে এখনও  মেলেনি বলে জানিয়েছিলেন। ঠিক তারপরেই কেন্দ্রের তরফে এই ঘোষনা করা হয়। তবে এরই মধ্যে গত পাঁচ বছরে রাজ্যের বর্ডার এলাকা উন্নয়ন খাতে কেন্দ্রের তরফে ৫৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

একইসঙ্গে তার থেকে রাজ্য ৫০৩ কোটি টাকা খরচ করেছে বলেও জানান তিনি। বর্ডার এলাকায় রাস্তা, জল সরবরাহ, শিক্ষা,খেলা, স্বাস্থ্য়, বিদ্যুত, কৃষি, এবং সামগ্রিক উন্নয়নের জন্য় কেন্দ্রের তরফে এই মোটা টাকা বরাদ্দ করা হয়েছিল বলে বিজেপি সাংসদ।maxresdefault 32

৩ ডিসেম্বর তারিখে বিজেপি নেতার তথা সাংসদ সৌমিত্র খাঁ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করা অর্থ নিয়ে প্রশ্ন তোলেন, প্রতি পাঁচবছরে পশ্চিমবঙ্গকে বর্ডার এলাকা উন্নয়নের জন্য় কত টাকা করে দেওয়া হয়, পাশাপাশি রাজ্য় সরকারের তরফে সমস্ত খাতে খরচের নথি পাঠানো হয় কি না, এবং কোন কোন খাতে টাকা খরচ করা হয়।

বিজেপি সাংসদের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান  কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বর্ডার বা সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নের জন্য যে পরিমান টাকা শেষ পাঁচ বছরে বরাদ্দ করা হয়েছে তার নথি ও প্রমানাদি রাজ্যের কাছ থেকে সংগ্রহ করেছে কেন্দ্র। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য়, বিদ্য়ুত, জল, সহ সামগ্রিক উন্নয়নের  খাতে টাকা খরচ করা হয়েছে বলে জানান তিনি।

একইসঙ্গরাজ্যেরদেওয়াখতিয়ানতুলেধরেন-WhatsApp Image 2019 12 04 at 03.47.34

সম্পর্কিত খবর