যারা আপনাকে সাংসদ-মন্ত্রী বানিয়েছিল, তাঁদের সঙ্গেই প্রতারণা করেছেন! বাবুলকে কটাক্ষ সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করার দুই মাসের মাথায় ফের সক্রিয় হয়ে বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে আসানসোলের সাংসদ বলেছেন, ‘মন থেকে রাজনীতি ছাড়লেও, বাংলার মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে আমার। হঠাৎ একটা সুযোগ পেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন সেই সুযোগটা। তাই আর হাতছাড়া করলাম না।”

বাবুল সুপ্রিয় আরও বলেছেন, ’আমার সিদ্ধান্তকে সকলেই ভুল বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আমাকে বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিলেন। মেয়েকে একটা স্কুলে ভর্তি করানোর বিষয়ে ডেরেকের সঙ্গে কথা হয়। তখন তিনি আমাকে অফার দেন। গত ৪ দিনে অনেক ভেবে সিদ্ধান্ত বদলেছি। ২০১৯ সালে জয়ের পর পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়ায় আমার পরিবার, বন্ধুরা সকলেই আশ্চর্য হয়েছিলেন। এবিষয়ে আর নতুন করে কিছু বলতে চাইছি না।”

তবে বাবুল সুপ্রিয়র যে এই সিদ্ধান্ত বিজেপির নেতারা ভালভাবে নেবেন না, সেটা জানাই ছিল। আর বাবুল সুপ্রিয় দল ছাড়ার পরেই বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ আসানসোলের সাংসদকে একহাতে নিয়ে বিস্ফোরক টুইট করেন। বাবুল সুপ্রিয়র পুরনো মন্তব্যগুলিকে হাতিয়ার করেই বিষ্ণুপুরের সাংসদ এই টুইট করেন।

সৌমিত্র খাঁ লেখেন, ‘আপনি একজন ভালো গায়ক কিন্তু আপনি সেই দলের কাছে আত্মসমর্পণ করেছেন যেই দল গত বিধানসভা নির্বাচনে আপনাকে হারিয়েছিল, আপনি বিজেপি দলের কর্মীদের সাথে প্রতারণা করেছেন যা আপনাকে শুধুমাত্র লোভের জন্য এমপি এবং মন্ত্রী বানিয়েছে। আপনি সেই বিজেপি কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন, যারা আপনাকে ভোটে জয়ী করে সাংসদ এবং মন্ত্রী বানিয়েছিল।” সৌমিত্র খাঁ নিজের টুইটে বাবুল সুপ্রিয়র পুরনো কিছু উক্তিও তুলে ধরেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর