সদস্য সংগ্রহে দেশজুড়ে কাজ চালাবে বিজেপি, অভিযানের সূচনা প্রধানমন্ত্রীর হাতেই

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার মোদী সরকার এবছরের বাজেট সকলের সামনে এনেছে। সরকারের এই বাজেটের হিসেব যে সকলের খুব একটা মনে ধরেনি তা তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এরই মধ্যে বিজেপি আজ সদস্য সংগ্রহে নামছে দেশজুড়ে। এই কাজ চলবে ১১ অগাস্ট পর্যন্ত। নরেন্দ্র মোদী বিজেপির সদস্য সংগ্রহের সূচনা করবেন বারাণসীতে।

বিজেপি ঠিক করেছে যে তারা শুধু উত্তরপ্রদেশেই দলের ৩৬ লাখ সদস্য সংগ্রহের রাখছে। রাজ্য জুড়েই এর কার্যাবলী এগিয়ে নিয়ে চলেছে বিজেপি। শনিবার রাজ্যের ১১ বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন দলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করবেন এই সদস্যসংগ্রহ অভিযানের। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসার পর এই প্রথম নিজের কেন্দ্রে পা রাখবেন মোদী।

দলের এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে টুইট করে মোদী লিখেছেন, ‘শনিবার দেশেজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা হবে। আমি কাশীতে থাকব। এই অভিযানে সামিল করা হবে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের। এতে দলের শক্তি বাড়বে অনেকটাই।’

সম্পর্কিত খবর