রাস্তা আটকে ‘নামাজ’ পড়ার বিরোধিতায়, পাল্টা ‘হনুমান চালিশা’ পাঠ বিজেপির

বাংলা হান্ট ডেস্ক: হাওড়ার বিজেপি যুব মোর্চা পথে নামল প্রতি শুক্রবার রাস্তা আটকে নমাজ পড়ার বিরোধিতায়। শুক্রবারের নমাজের পাল্টা তারা ঠিক করেছেন প্রতি মঙ্গলবার রাস্তা আটকে পড়া হবে হনুমান চালিশা!

046aa img 20190626 134502

শুধু এই নয় এদিন শখানেক বিজেপি কর্মী বালিখালে বজরংবলি মন্দিরের সামনে রাস্তা আটকে পাঠ করেন হনুমান চালিশা। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং এ বিষয়ে মুখ খোলেন, তিনি বলেন, ‘যতদিন না রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটক করে হনুমান চালিশা পড়ব।’ গেরুয়া শিবিরের দাবি, এই রাস্তা আটকে নামাজ পড়ার জন্য বহু আমজনতাকে দূর্ভোগে পড়তে হয়, আর আমজনতাকে অসুবিধায় ফেলার অধিকার কারোর নেই।

জেলা বিজেপির বক্তব্য, ধর্মীয় রীতিনীতি যদি পালন করতে হয়, তা বাড়িতে করা হোক। রাস্তা আটকে মানুষকে অপদস্ত করার অধিকার কারোর নেই। 

সম্পর্কিত খবর