এক কেজি ওজনের রুপোর মুকুট পরিয়ে সম্বর্ধনা জানানো হল তৃণমূল বিধায়ককে! বিতর্ক চরমে

বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক নেতাদেরকে যখন সাধারণ মানুষ উপহার দেন তখন তা নিয়ে অনেক ক্ষেত্রেই তৈরি হয় বিতর্ক। সেই উপহার স্বতঃস্ফূর্ত নাকি তার ভিতর রয়ে গেছে অন্য কোনও কারণ, এই তত্ত্বই উঁকিঝুঁকি দিতে থাকে আড়াল থেকে। ফের একবার সামনে এল এমনই একটি ঘটনা। এলাকার স্থানীয় তৃণমূল বিধায়ককে (All India Trinamool Congress) এক কেজি ওজনের রূপোর মুকুট দিয়ে সম্বর্ধিত করাকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরে।

নির্বাচনের আগে দলবদলের আবহাওয়ায় বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল পাণ্ডবেশ্বর। ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendra Nath Chakraborty)। শনিবার সন্ধ্যায় কুমারডিহি পঞ্চায়েত এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে একটি সম্বর্ধনা সভা আয়োজন করা হয়। সেই সভাতেই সম্বর্ধিত হন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

স্থানীয় এলাকার বাসিন্দারা এক কেজি ওজনের একটি রূপোর মুকুট পরিয়ে দেন তার মাথায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। জেলার বিজেপির (BJP) মিডিয়া সেলের আহ্বায়ক জিতেন চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূলের টাকার অভাব নেই। বেআইনিভাবে আয়ের সীমাও নেই। বালি ও কয়লাা তারই  টাকা রোজগার। সেই টাকাতেই বিধায়ককে মুকুট উপহার দেওয়া হয়েছে।”

এই ঘটনাকে অবশ্য এভাবে দেখতে রাজি নন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার মতে দলের লোকজন এবং গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে এই উপহারটি তাকে দিয়েছেন, তাই তিনি এটি নিয়েছেন তবে স্থানীয় কালীমন্দিরে এটি অর্পণ করা হবে বলেও জানিয়ে দেন তিনি। অবশ্য তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি কিরিটি মুখোপাধ্যায়ের মতে, রূপোর মুকুটটির জন্য স্থানীয় গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়েছেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক যেভাবে কাজ করেছেন, তাতে তিনি কার্যত এই এলাকার অভিভাবক। সেই ভালোবাসা থেকেই স্বতঃস্ফূর্তভাবে তাকে সম্বর্ধিত করতে এগিয়ে এসেছে মানুষ।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর