বিজেপির সাথে যোগাযোগ করছে রাজস্থান কংগ্রেসের ৩৬ জন বিধায়ক! ঘুম উড়ল রাহুল-সোনিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পর কংগ্রেস (Congress) শাসিত আরও একটি বড় রাজ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলোট (Ashok Gehlot) আর উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটের (Sachin Pilot) মধ্যে বিধানসভার নির্বাচন হওয়ার পর থেকেই কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতভেদ দেখা গেছে। এবার ভারতীয় জনতা পার্টির দাবি রাজস্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেসকে ভাবাচ্ছে।

   

বিজেপির (BJP) সুত্রের দাবি অনুযায়ী, কংগ্রেসের তিন ডজন অসন্তুষ্ট বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ করছে। বিজেপির সুত্র দাবি করেছে যে, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমলনাথের মতই রাজস্থানে অশোক গেহলোট এর সরকার সঙ্কটে আছে।

সুত্র অনুযায়ী, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট মুখ্যমন্ত্রী শোক গেহলোটের উপর ক্ষুব্ধ হয়ে আছেন। শোনা যাচ্ছে যে, পাইলট কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আগেই অশোক গেহলোটকে অভিযোগ করেছে উপ মুখ্যমন্ত্রী পাইলট ছাড়াও ওনার ঘনিষ্ঠ বিধায়কেরাও অশোক গেহলোটের উপর ক্ষুব্ধ হয়ে আছেন।

অনেক কংগ্রেসের বিধায়ক অশোক গেহলোটের সরকারের উপর প্রশ্ন তুলেছে। আপনাদের জানিয়ে দিই, বিধানসভার নির্বাচনের পর অশোক গেহলটের কাঁধে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়। আর তখন থেকেই গেহলোট আর পাইলটের মধ্যে মনোমালিন্য চলছে। আর এরই মধ্যে বিজেপির সুত্র দাবি করেছে যে, রাজস্থানের ৩৬ জন অসন্তুষ্ট কংগ্রেস বিধায়ক বিজেপির সাথে যোগাযোগ করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর