বাড়ির সামনে মদ খাওয়ার বিরোধিতা করায় বিজেপি সমর্থকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক : বাড়ির সামনে মদ(alcohol) খাওয়ার প্রতিবাদ করায় এক বিজেপি(Bjp) সমর্থককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তৃণমুল কংগ্রেসের(TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার ভাড়িলা অভিরামপুর গ্রামে। বিজেপি কর্মীর নাম বুধু ওরাও। অভিযোগ উঠেছে, তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি রবিবার বিকেলে বুধু ওরাও এর বাড়ির সামনে মদ খাওয়া শুরু করে। আর তারপরেই এই ঘটনার নিন্দা করে প্রতিবাদ করে বুধু ওরাও। কিন্তু তাও কোনো কাজ হয়নি, এরপরেও তাদের দিব্বি মদের আসর চলতে থাকে।

IMG 20200511 WA0035

মদ খাওয়ার প্রতিবাদে চলে মারধোর 

এরপর আজ সকালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একদল দুষ্কৃতি দল বেধে এসে বিজেপির বুধু ওরাওর বাড়িতে হামলা করে। তাকে অত্যাচার করে , এমনকি গাছের সঙ্গে বেঁধে রেখে অত্যাচার করা হয়। আর এই মারধর করার ফলে গুরুতর আহত হয় বুধু ওরাও। আহত বুধু ওরাওকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার এখন চিকিৎসা চলছে।

ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

এদিন এই ঘটনার তীব্র নিন্দা করেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ঘরে ঢুকে বসে রয়েছেন।রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, আইন-শৃঙ্খলা শেষ। রাজ্যের মানুষ যখন বাঁচার চেষ্টা করছেন তখন মুখ্যমন্ত্রী মদের দোকান খুলে দিয়েছেন, আর তাঁর চেলারা মদ খেয়ে মাতলামি করছে। তৃণমূল কর্মীরা এভাবে বিজেপি কর্মীকে গাছে বেঁধে মারধর করছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিল না।আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে নিন্দা করেছেন।

সম্পর্কিত খবর