বিজেপির মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রণক্ষেত্র কাঁথি

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল (All India Trinamool Congress) বিজেপির (Bharatiya Janata Party) সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কাঁথি। মুকুন্দপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই বিজেপির কর্মীদের উপর হামলা ও মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির কর্মীদের বাসেও ভাঙচুর চালায় তৃণমূলের কর্মীরা। এই ঘটনার প্রতিবাদে কাঁথি শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপির কর্মীরা।

উল্লেখ্য, ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক হানাহানি। এর আগেও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভায় যোগ দিতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয় বিজেপির কর্মীরা। সেবারও বিজেপির কর্মীদের বাস, গাড়িতে চলে ভাঙচুর। সেবার তৃণমূলের হামলায় কমপক্ষে ১৫ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়ে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আহত কর্মীদের সাথে দেখা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওঁরা আমায় মারতে পারে না বলে আমাদের নিরীহ কর্মীদের মারে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর