গুজরাটে ১০০-য় ১০০ পাবে বিজেপি! দিল্লি রওনা দেওয়ার আগে বড় ভবিষ্যদ্বাণী মমতার

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন। কে বসবে গুজরাটের (Gujarat) সিংহাসনে? আবারও কি পদ্মই ফুটবে? নাকি গেরুয়া ভোটে ভাঙন ধরাবে আপ (AAP) বা কংগ্রেস (Congress)? গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election) ডঙ্কা বাজার পর থেকে এই রকম নানান প্রশ্ন উড়ে বেড়াচ্ছে রাজনীতির ময়দানে। দ্বিতীয় দফার ভোটের দিন দিল্লি যাওয়ার সময় এই প্রশ্নের উত্তর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘গুজরাটে বিজেপি ১০০-য় ১০০ পাবে।’ তবে, ১০০-য় ১০০ পাওয়ার কথা কেন বললেন তা পরিস্কার করে জানাননি মমতা।

এদিন গোটা বিজেপি সহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তার্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার সময়ও রোড শো করেন প্রধানমন্ত্রী। ওঁরা তো স্পেশ্যাল! এর জন্য নির্বাচনী বিধি ভঙ্গ হয় না। তাহলে তো বিজেপি ১০০-য় ১০০ পাবেই।’

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে গুজরাট নির্বাচনের ফল কী হবে তা নিয়ে প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরেই নির্বাচনের আগের দিন প্রধানমমন্ত্রীর রোড শো নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনী বিধি-নিষেধ মেনে চলি। ওদের ক্ষেত্রে হয়তো বিশেষ ছাড় আছে।’ তাঁর আরও সংযোজন, ‘আমি মনে করি নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যা বলেছে তা সঠিক। ওঁদের জন্য হয়তো আলাদা ব্যবস্থা।’

গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পুর নির্বাচনের একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসকদলের বিরুদ্ধে বারবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। এদিন কলকাতা বিমানবন্দর থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি-২০ প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে সমস্ত রাজ্যেরই মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। ওই বৈঠকের বাইরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাদাভাবে দেখা করার কোনও পরিকল্পনা নেই বলে পরিস্কার জানিয়ে দিলেন মমতা।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর