বাংলায় গনতন্ত্র,ধর্ম,দূর্নীতি তিনকে সামনে রেখে ভোটের ময়দানে বাজিমাত করলো বিজেপি

বাংলাHunt : লোকসভা নির্বাচনে সারাদেশে বিজেপি এবং তাদের শরিক দল যেভাবে সরকার গঠন করল পথে নামলো। সেখানে বাদ পরল না বাংলা।

বাংলা থেকে তারা ৪২টি আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছেন, ফলে কার্যত শাসক তৃণমূলকে বেশ কিছুটা চাপে পড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিপুল উত্থানের কারণ গুলো রয়েছে তার মধ্যে অন্যতম ধর্ম এখানে হিন্দু এবং মুসলিম ভোট সম্পূর্ণভাবে নির্ভর হয়েছে।

অধিকাংশ হিন্দুরা বিজেপির দিকে গেছে এছাড়া আরেকটি অন্য কারণ রয়েছে সাম্প্রতিক যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি তৃণমূল সেই ইস্যু কে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক নিজেদের দিকে ধরে রাখতে চেয়েছে বিজেপি। কেন্দ্রে শক্তিশালী সরকার ও স্বচ্ছ ভাবমূর্তির কারনেই বিজেপির বাংলায় ১৮টি আসন পেয়েছে বলে মনে করা হচ্ছে। দেখার বিষয় তারা ২০২১এর বিধানসভা ভোটে কতটা শক্তি বাড়াতে পারে।

সম্পর্কিত খবর