স্বাধীনতার পর রামপুর আসন থেকে প্রথম হিন্দু বিধায়ক, আজম খানের দুর্গ ধসিয়ে দিল বিজেপি

বাংলাহান্ট ডেস্ক : মৈনপুরীতে দাপট দেখিয়ে জয় পেলেও, হাডছাড়া হল রামপুর বিধানসভা কেন্দ্র। উপনির্বাচনের ফলাফলে বিরাট ধাক্কা খেল সমাজবাদী পার্টি। ডাকসাইটে নেতা আজম খানের (Azam Khan) দুর্গ ছিল রামপুর (Rampur)। সেই ২০০২ সাল থেকে এই আসনে একটানা জিতে এসেছেন আজম খান বা তাঁর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সপার হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিল বিজেপি (BJP)। উপনির্বাচনে, আজম খান ঘনিষ্ঠ আসিম রজাকে ৩৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা। প্রথমবার কোনও হিন্দু প্রার্থী জয়লাভ করল রামপুরা থেকে।

   

এর আগে ২০১৯ সালের এক উস্কানিমূলক বক্তব্যের মামলায় অভিযুক্ত হন আজম খান। দোষী সাব্যস্ত হওয়ার পর বিধায়ক হওয়ার যোগ্যতা হারান দাপুটে সপা নেতা আজম খান। আর তাই এই আসনে উপনির্বাচন করতে হয়। মুসলিম অধ্যুষিত এই আসনে এর আগে কোনওদিনই জয় পায়নি বিজেপি। এদিন গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল সপা এবং বিজেপি প্রার্থীর মধ্যে। ২০ রাউন্ডের গণনা পর্যন্ত এগিয়ে ছিলেন আজম খানেরই প্রার্থী আসিম রজা। তবে, এরপরই ধীরে ধীরে তিনি পিছিয়ে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত আকাশ সাক্সেনা ৬২ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আর আসিম রজা পেয়েছেন মাত্র ৩৬.১৬ শতাংশ ভোট।

জানা যাচ্ছে, রামপুর সদর কেন্দ্রের উপনির্বাচনে ভোটের দিনই সমাজবাদী পার্টি অভিযোগ করে পুলিস বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত রাজ্য সরকার। লাঠি দিয়ে পিটিয়ে, ভয় দেখিয়ে, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছিল তারা। তারা দাবি করে, ‘গায়ের জোরে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’। তবে, সরকার সমাজবাদী পার্টির সেই অভিযোগ মানতে চায়নি। সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না বলেন, ‘সমাজবাদী পার্টির কাজই হল চিৎকার করা। রাজ্যে আইনের শাসন রয়েছে।’

রামপুর আসনের উপনির্বাচনে ভোট পড়ে ৪০ শতাংশ। জয়ী হন বিজেপির আকাশ সাক্সেনা। ভোট পেয়েছেন ৬২ শতাংশ। সমাজবাদী পার্টির প্রার্থী ছিলেন আজম-ঘনিষ্ঠ আসিম রাজা। তিনি পেয়েছেন ৩৬.১৬ শতাংশ ভোট। রামপুর বিধানসভা আসনে জয়কে বড় পাওনা হিসাবেই দেখছে বিজেপির বড় অংশ। এই কেন্দ্রের ভোটারদের বড় অংশ মুসলিম। রামপুর বিধানসভা আসনে কখনও জেতেনি বিজেপি। ১৯৮০ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বিভিন্ন দলের টিকিটে জিতেছিলেন আজম। ২০০২ সাল থেকে রামপুরে কখনও তিনি কখনও তাঁর আত্মীয়েরা জিতেছিলেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর