বিজেপির কর্মী সন্তু ঘোষের খুনের মুল অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ অবশেষে পুলিশের জালে মুল অভিযুক্ত। ঘটনা নদিয়ার চকদা থানা এলাকায় দিনকয়েক আগে খুন হতে হয়েছে বিজেপির কর্মী সন্তু ঘোষকে।লোকসভা নির্বাচনের ভাল ফলাফল হওয়ায় চাকদায় একটি বিজয় মিছিলে তৃনমুল থেকে সন্তু যোগদান করেছিল। এটাই ছিল তার অপরাধ।

 

সেদিন রাত থেকেই বিজেপির কর্মী প্রথমে চাকদা থানার সামনে বিক্ষোভ দেখান দোষীদের গ্রেপ্তারের দাবী।পরে একের পর এক মিছিল মিটিং করতে থাকে। বিজেপি কর্মী সন্তু ঘোষ খুনের তোলপাড় হয়ে উঠেছিল নদিয়ার রাজনিতী।

e8af1 img 20190528 wa0035

এর আগে পুলিশকে চাপের মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের।ক্ষোভ বিক্ষোভ আর প্রতিবাদের ঝড় উঠেছিল চাকদা শহরের বুকে।অবশেষে ভরত বিশ্বাস নামে সন্তুর এক বন্ধুকে এই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে তাকে গ্রেপ্তারের পর পুলিশি জেরার উঠে আসে নিহত সন্তু খুনের মুল অভিযুক্তের নাম।এরপর পুলিশ লাল্টু দাস নামে ওই মুল অভিযুক্ত গ্রেপ্তার করে নদিয়ার কল্যানী আদালতে পাঠায়।পুলিশ সুত্রে জানা গেছে পুলিশ ১৪ দিনের হেফাজত চায় বিচারকের কাছে।

সম্পর্কিত খবর