গুজরাটে নির্বাচনে জয়ী কংগ্রেসপন্থী পরিবারের সন্তান রবীন্দ্র জাদেজার বিজেপি প্রার্থী স্ত্রী রিভাবা!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী, রিভাবা জাদেজা যিনি গুজরাট বিধানসভা নির্বাচনে উত্তর জামনগর থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হয়েছিলেন, তিনি আজ ফলপ্রকাশের পর ৫৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির কারশানভাই কারমুর, ২৩ শতাংশ ভোট পেয়ে তার পেছনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে শেষ করেছেন। বাকি গুজরাটের মতোই কংগ্রেসের বিপেন্দ্রসিংহ চতুরসিংহ, এই স্থানে তৃতীয় স্থানে শেষ করেছেন।

কংগ্রেস সিনিয়র লিডার হরি সিং সোলাঙ্কির আত্মীয়, রিভাবা জাদেজা তিন বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। মজার ব্যাপার হলো এই যে তিনি এমন একটি পরিবারে বিয়ে করেছিলেন যেখানে বেশিরভাগ সদস্য কংগ্রেস সমর্থক। নির্বাচন হওয়ার আগে, তার শ্বশুর অর্থাৎ রবীন্দ্র জাদেজার বাবাকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করতেও দেখা গিয়েছিল। তার ভগ্নিপতি নয়নাবা জাদেজা, একজন কংগ্রেস নেতা, তার দলের প্রার্থীর পক্ষে প্রচারও করেছিলেন।

রিভাবার ননদ, রবীন্দ্র জাদেজার বোন, নয়নাবা জাদেজা আবার কংগ্রেসের প্রতিনিধি। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে এটি জামনগরে নতুন কিছু নয়। তাই তারা একই পরিবারের আলাদা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ হয়েও “জাদেজা বনাম জাদেজা” দ্বৈরথে হিসাবে দেখছেন না ব্যাপারটিকে।

নয়নাবা জাদেজা সম্প্রতি বলেছিলেন, “জামনগরে আদর্শগত পার্থক্য সহ এরকম অনেক পরিবার আগেও ছিল, এখনও আছে। এর জন্য আমার ভাইয়ের প্রতি আমার ভালবাসা কোনওভাবেই কমে যায়নি, সেটা একই রকম রয়েছে। আমার ভাতৃবধূ এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী। আত্মীয় হিসাবেও তিনি ভাল খুবই ভালো।”

তিনি আরও যোগ করে বলেছেন, “আমাদের পরিবারে আমাদের প্রত্যেকের নিজস্ব মতকে কেন্দ্র করে এগোনোর স্বাধীনতা আছে। আমাদের পরিবারের সদস্যরা যা খুশি তাই করতে পারে। তাদের এটা করার অধিকার আছে।” কিছুদিন আগে তার শ্বশুরের কংগ্রেসের হয়ে প্রচারের ভিডিও প্রকাশের পরপরই, রিভাবা জাদেজা পরিবারের মধ্যে দ্বন্দ্বের জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তার স্বামী তাকে সমর্থন করেছেন। সকলে তার পাশেই আছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর