অ্যাপের দৌলতে স্মার্টফোনেই মাপা যাবে রক্তচাপ

বাংলা হান্ট ডেস্ক :- বাজারে নতুন উপস্থাপনা হল উন্নত প্রযুক্তির নতুন রক্তচাপ মাপার অ্যাপের। এখন থেকে আপনারা, আপনাদের ফোনে সেলফি ক্যামেরার মাধ্যমেই মাপতে পারবেন নিজেদের রক্তচাপ। এমনই এক উন্নতমানের অ্যাপ তৈরি করতে সক্ষম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার গবেষকেরা।

   

‘ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং’-প্রযুক্তির সাহায্যে ভিডিও সেলফি অন করার পর রক্তচাপ মাপা সম্ভব হবে।

অ্যাপটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। জানা গিয়েছে, এই অ্যাপের জনপ্রিয়তা এখন যথেষ্ট তুঙ্গে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর