‘স্কুলে নীল সাদা পোষাক বাধ্যতামূলক নয়, নেই সরকারি নির্দেশিকাও’, স্কুল ইউনিফর্ম বিতর্কে জানালেন DI

বাংলাহান্ট ডেস্ক : স্কুলে নীল সাদা পোশাক পরে যাওয়া বাধ্যতামূলক নয়। এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি। এমনই জানালেন ডি আই। বিগত কয়েকমাস ধরে গোটা জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় স্কুল গুলি থেকে দেওয়া নীল সাদা পোশাকের বিরোধিতা করে আন্দোলন চলছে জোরকদমে। জানা যাচ্ছে, বিরোধিতা এতটাউ তীব্র হয়ে ওঠে যে গতকাল ময়নাগুড়ি ব্লকের একটি স্কুলে পুলিস প্রহরায় নীল সাদা পোশাক বিলি করতে হয়।

   

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ডি আই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় বাম পন্থী সংগঠন এসএফআই। এর পরই সাংবাদিকদের মুখোমুখি হন ডিআই বালিকা গোলে। তিনি জানান, ‘নীল সাদা পোশাক পরে স্কুলে আসা বাধ্যতামূলক নয়। এই বিষয়ে এখনও কোন নির্দেশিকা জারি হয়নি। যার ইচ্ছে সে পরবে। যার ইচ্ছে নয় সে পুরনো পোশাক পরেই স্কুলে যাবে।’ তাঁর বক্তব্য, কিছুদিন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা যে ধরনের আন্দোলন করছে, তা কাঙ্খিত নয়। কোনও ছাত্রের আপত্তি থাকলে স্কুলে লিখিত অভিযোগ করা যেতেই পারে।

ঘটনায় এসএফআই-এর জলপাইগুড়ি জেলা সভাপতি সাব্বির হোসেন বলেন, ‘ডিআই ম্যাডামের মুখ থেকে এই কথা শুনে আমরা আশ্বস্ত হলাম। আমরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের বলবো নীল সাদা পোশাক বাধ্যতামূলক নয়। তারা যে যেই পোশাকে স্কুলে যেত, সেই ভাবেই তারা যেন স্কুলে যায়।’

এই সপ্তাহেই স্কুল ইউনিফর্মের রং বদলে নীল-সাদা করার প্রতিবাদে সরকারের দেওয়া পোশাক ছিঁড়ে স্কুলের মধ্যেই বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তা নিয়ে উত্তেজনা ছড়ায় কোচবিহার-২ ব্লকের মণীন্দ্রনাথ হাই স্কুলে। সবুজ সাদা পোশাকের পরিবর্তে তারা নীল সাদা পোশাক মেনে নেবে না বলেও জানিয়ে দেয়। একাধিক স্কুলে এই ধরনের বিক্ষোভ চলতে থাকে। তার মধ্যেই ডিআই এই মন্তব্য করেন। অনেকই মনে করছেন ডিআই-এর মন্তব্য কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর