রাজ্যে আরও এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার! অভিযোগের তির তৃণমূলের দিকে

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় বাড়ির থেকে একটু দূরেই উদ্ধার হল বিজেপির (Bharatiya Janata party) বুথ সভাপতির দেহ। পূর্ণচন্দ্র দাসকে দুই বছর আগে বিজেপির বুথ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই বারবার তৃণমূলের (All India Trinamool Congress) হুমকির মুখে পরতে হয় ওনাকে। এমনকি শাসক দলের পক্ষ থেকে ওনার বাড়িতে যাওয়ার প্রধান রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শাসক দলের তরফ থেকে বারবার হুমকি পাওয়ার পর বুধবার তৃণমূলেরই আরেক নেতার কাছে অভিযোগ জানান তিনি।

   

এরপর তৃণমূলের প্রিয়তোষ মাইতি নামের ওই নেতা অভিযুক্ত তৃণমূল নেতা বাদল দাসকে বিচারের জন্য ডেকে পাঠান। এরপরই বাদল দাস এবং তাঁর অনুগামীরা বিজেপির বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসকে ধরে মারধর করে বলে জানা যায়। বিজেপির বুথ সভাপতির পরিবার জানায়, বুধবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য প্রিয়তোষ মাইতির বাড়িতে জমি সংক্রান্ত একটি বিষয়ে সালিশি সভা বসেছিল। আর সেখানেই পূর্ণচন্দ্র দাসকে ডেকে পাঠানো হয়েছিল। এরপর তাঁর ঝুলন্ত দেহ উধার হয় বাড়ি থেকে কিছু দূরে একটি আম বাগান থেকে।

এলাকাবাসী পূর্ণচন্দ্র দাসের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার পরিপেক্ষিতে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা অনুপ চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরাই পূর্ণচন্দ্র দাসকে খুন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এর সাথে সাথে প্রশাসনের কাছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানাই।”

যদিও তৃণমূল এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানান, ‘বিজেপি আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। প্রতিটি মৃত্যুই দুঃখ জনক। আর এই কাণ্ডে তৃণমূল কোনভাবেই জড়িত না।” উনি বলেন, আমাদের এখানে বিজেপির কোন শক্তিই নেই, আর আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। তাই বিজেপি আমাদের নামে বদনাম করতে এই মিথ্যে অভিযোগ করছে। আমি প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলে দিয়েছি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর