‘আমার একজন সঙ্গী চাই…’ ৫৯-নটআউট আমির, আবার বসছেন বিয়ের পিঁড়িতে?

বাংলা হান্ট ডেস্ক : আমির খানের (Amir Khan) সাথে কিরণ রাওয়ের ডিভোর্সের (Divorce) খবর শুনে রীতিমতো চমকে গিয়েছিল গোটা বিনোদন জগত। দেখতে দেখতে তিন বছর হলো দ্বিতীয় বিয়ে ভেঙেছে আমির খানের (Amir Khan)। সেসময় কিরণের সাথে ডিভোর্সের জল্পনার মাঝেই ‘দঙ্গল’ অভিনেত্রী ফতেমা সানা শেখের সাথে আমির খানের সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছিল।

আবার কবে বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান (Amir Khan)?

শোনা  গিয়েছিল কিরণ রাওকে  ডিভোর্স দেওয়ার পরেই মেয়ের বয়সী বলি অভিনেত্রীর সাথে বিয়ে করবেন আমির খান (Amir Khan)। যদিও সেই সমস্ত জল্পনা এখন অতীত। বলিউডের (Bollywood) ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির এখন  পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান।’ পরিবার, ভাইবোন ছেলেমেয়েদের সাথেই এখন সময় কাটাতে বেশি পছন্দ করছেন অভিনেতা।

   

বর্তমানে আমির খানের বয়স ৫৯ অর্থাৎ প্রায় ৬০ ছুঁই ছুঁই। কিন্তু এই বয়সে এসে তিনি নাকি আর একা থাকতে পারছেন না। সম্প্রতি বলিউড অভিনেত্রী  রিয়া চক্রবর্তীর পডকাস্ট শো ২.০-তে এসে এমনই মন্তব্য করেছেন আমির। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রিয়া আমিরের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ‘আপনি কি আবার বিয়ে করছেন?’

আরও পড়ুন : জন্মাষ্টমীতে এক লাফে কমল সোনার দাম! গোপালের জন্য আজই কিনুন মনের মতো উপহার

রিয়ার প্রশ্ন শুনে আমির এদিন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, ‘আমার বয়স এখন ৫৯। মনে হয় না, আমি আবার বিয়ে করতে পারব। এতে সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে আমার জীবনে বহু সম্পর্ক রয়েছে। পরিবারের সঙ্গে আবার আমি সময় কাটাতে শুরু করেছি। আমার ছেলেরা রয়েছে। আমার ভাইবোনেরা রয়েছেন।’

এরপরেই এদিন রসিকতা করে সঞ্চালিকা রিয়া বলেন, ‘তাহলে আমি কি বলব যে আমির খান পাত্রী খুঁজছেন?’ জবাবে আমির বলেন, ‘এখন একদমই নয়। আমার কাছের মানুষদের সঙ্গে এমনিতেই আমি খুশি আছি। আমি এই মুহূর্তে আরও ভাল মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর