বাড়ি-টাকা সবই গিয়েছে, এবার বলিউড সুরকারের কাছে চরম অপমানিত হলেন ভুবন

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন ‘কাঁচা বাদাম’ গানটি ঘুরত সবার মুখে মুখে। বীরভূমের দুবরাজপুরের এক অখ্যাত বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) সুর দেওয়া এবং গাওয়া গান সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়ে যায়। দেখতে দেখতে ছড়িয়ে পড়ে বাইরের নানান দেশেও। কিন্তু সব ভাইরাল গানের মতোই এখন কাঁচা বাদাম এরও সুসময় অস্তগত হয়েছে।

   

নিজের বাড়ি ছেড়ে মাঝে ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হয়েছিল ভুবনকে। এখন আবার নিজের বাড়িতে ফিরতে পারলেও যে গান তাঁকে খ্যাতি এনে দিয়েছে সেই গানেরই উপর থেকে সব স্বত্ব খুইয়েছেন তিনি। মান সম্মান আগেই গিয়েছিল। এবার বলিউড সুরকার অঙ্কিত তিওয়ারির (Ankit Tiwari) কাছে অপমানিত হলেন বাদাম কাকু।

bhuban

সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কিত বলেন, সঙ্গীত জগতে এখন ভাইরাল গীতির রমরমা। সবাই ট্রেন্ডে আসার জন্য, ভাইরাল হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। কিন্তু তাঁর মতে, ট্রেন্ডে গা ভাসানোর চাপে মাথা নত না করে নিজের প্রতি স্বচ্ছ থাকাটাই সবথেকে বেশি দরকার।

এরপরেই কাঁচা বাদাম এর প্রসঙ্গ টেনে আনেন তিনি। আসলে সাক্ষাৎকারে অঙ্কিতকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোন জিনিস তিনি কখনোই করবেন না তা সে যতই ট্রেন্ডিংয়ে থাকুক না কেন? উত্তরে সুরকার বলেন, এমনটা তাঁর সঙ্গে বহুবার ঘটেছে। কিন্তু যত চাপই আসুক না কেন, কিছু অদ্ভূত জিনিস তিনি কখনোই করতে পারবেন না। উদাহরণ হিসেবে সুরকার বলেন, তিনি ‘কাঁচা বাদাম’ কখনোই বানাতে পারবেন না তা সে যতই ট্রেন্ডিংয়ে থাকুক না কেন।

হাসিমুখেই কটাক্ষ করতে শোনা যায় অঙ্কিতকে, ‘আমার মনে হয় না অমন কিছু করার মতো ক্ষমতা আমার রয়েছে বলে’। তাঁর কথায়, ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে অনেক সময়েই নিজের মৌলিকত্ব হারিয়ে যায়। তিনি নিজে যেটুকু জানেন, যা ট্যালেন্ট তাঁর রয়েছে সেটা দিয়েই সঙ্গীত জগতের প্রতি অবদান রাখবেন বলে মন্তব্য করেন অঙ্কিত।

প্রসঙ্গত, মাঝে কিছুদিন নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ভুবন বাদ্যকর। ভাড়াবাড়ি ছেড়ে দুবরাজপুরে নিজের বাড়িতে ফিরেছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে কাঁদো কাঁদো ভুবন বলেনছিলে, তিনি হয়তো আর কোনোদিনই কাঁচা বাদাম গাইতে পারবেন না। গান গাওয়ার ইচ্ছা তাঁর আগেও ছিল। এখনো আছে। যদি ঈশ্বরের করুণা হয় তাহলে আবার আগের মতো খ্যাতি পাবেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর