একসময় ছিলেন করিশ্মা কাপুরের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার! আজ তাঁরাই বলিউডের নামী তারকা

বাংলা হান্ট ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যাঁরা শুরুতে ছোটখাটো কাজ করলেও পরবর্তীতে তাঁরাই হয়েছেন সুপারস্টার। বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। বিশেষ করে পুরনো দিনের হিন্দি সিনেমা দেখলে দেখা যাবে নায়ক নায়িকাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার (Background Dancer) হিসেবে যারা নাচছেন আজ তাঁরাই  ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক-নায়িকা।

ব্যাকগ্রাউন্ড ড্যান্সার থেকে বলিউড (Bollywood) সুপারস্টার

এই তালিকায় রয়েছেন বলিউডের (Bollywood) সুপারস্টার শাহিদ কাপুর (Shahid Kapoor) এবং জনপ্রিয় অভিনেতা যুগল হংসরাজ-ও (Yugal Hangsaraj)।  একসময় এই দুই তারকাকেই দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুর অভিনীত ব্লকবাস্টার হিট সিনেমা ছিল ‘দিল তো পাগল হ্যায়’। এই সিনেমারই একটি গানে দেখা যাচ্ছে করিশ্মা কাপুরের পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচ করছেন এক ঝাঁক যুবক-যুবতী।

   

তাদের মধ্যেই নজর কাটছে তরুণ শাহিদ কাপুর এবং যুগল হংসরাজ। এক ঝলকে তাঁদের দেখে চেনা মুশকিল হলেও ভিডিওটি খুব ভাল করে দেখলে বোঝা যাবে করিশ্মার পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে যাচ্ছেন  শাহিদ কাপুর এবং যুগল হংসরাজ।

আরও পড়ুন:  প্রত্যন্ত গ্রামেও ফুল নেটওয়ার্ক! Jio-কে টেক্কা দিয়ে গ্রাহকদের ফাটাফাটি উপহার দিল BSNL

‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘লে গেয়ি লে গেয়ি দিল লে গেয়ি’ গানে দেখা যাচ্ছে করিশ্মা কাপুরের পিছনের সারিতেই চুটিয়ে নাচ করছেন ফিনফিনে চেহারার শাহিদ কাপুর। প্রথমদিকে এভাবেই ইন্ডাস্ট্রিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহিদ। নিজের ফিল্মি কেরিয়ারে শাহিদ দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।

তালিকায় রয়েছে ‘বিবাহ’, ‘জব ওই মেট’, ‘উড়তা পাঞ্জাব’,’কবীর সিং’-এর মতো  একাধিক সিনেমা। অন্যদিকে যুগল হংসরাজ নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন একজন শিশু শিল্পী হিসাবে। তবে যুগল নজর কেড়েছিলেন যশ রাজ ব্যানারের মহব্বতে সিনেমায় হিরোর চরিত্রে অভিনয় করে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর