মোদীর সমর্থনে এগিয়ে এসে আগামী রবিবার জনতা কারফিউ পালন করার ডাক দিলো বলিউড

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (CoronaVirus) বিরুদ্ধে ভারতের যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আক্রমণাত্বক ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাত আটটায় করোনা ভাইরাসের বিপদের কথা মাথায় রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সংকল্প আর ধৈজ্যের শক্তি করোনাভাইরাসকে হারাতে পারে।

প্রধানমন্ত্রী মোদী নিজের ভাষণে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে আপনি নিরাপদ থাকবেন, এই ভাবনা সঠিক না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মহামারী থেকে বাঁচার জন্য আগামী রবিবার ২২ মার্চ দেশবাসীকে ‘জনতা কারফিউ” পালন করার আবেদন করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদনে বলিউডের নক্ষত্ররা নিজের প্রতিক্রিয়া দেন। অমিতাভ বচ্চন ট্যুইট করে বলেন, ‘আমি এই জনতা কারফিউকে সমর্থন করি। এর সাথে সাথে আমি দেশের সেই সমস্ত মানুষদের স্যালুট জানাচ্ছি যারা জরুরী সেবা জারি রেখেছেন। এক হন। ভালো থাকুন আর সাবধান থাকুন।”

শুধু অমিতাভ বচ্চনই না, বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, অজয় দেবগন আর ধর্মেন্দ্র সমেত অনেক বলিউড সেলিব্রেটিরা জনতা কারফিউ নিয়ে নিজের প্রতিক্রিয়া দেন। এমনকি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনতা কারফিউকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দেখেন নিন, বলিউডে দিজ্ঞজেরা কে কি বললেন?

https://twitter.com/karanjohar/status/1240683140873465859

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর