ফুটবল খেলতে মাঠে নামলেন অনুব্রত মণ্ডল,নিজের পায়েই মারলেন বল

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ রাজনৈতিক ময়দানে নেমে অনুব্রত মণ্ডল একের পর এক বহু মন্তব্যই করে চলেছেন।‘চরাম চরাম করে ডাক বাজানো’ থেকে শুরু করে শলাকা,পাঁচন,নকুলদানা ইত্যাদি কত হুঁশিয়ারি শোনা যায় তাঁর মুখ থেকে। কিন্তু আজ সেই অনুব্রতকেই দেখা গেলো অন্য মেজাজে। সোজা মাঠে নেমে নিজের পায়ে ফুটবল মেরে মাঠ উদ্বোধন করলেন তিনি।

আসলে আজ বীরভূম জেলায় বোলপুরের পাঁচশোয়া গ্রামে হাইস্কুলের খেলার মাঠটি উদ্বোধন করতে এসেছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউরি,বোলপুরের সাংসদ অসীত মাল সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মূলত এই খেলার মাঠটি উদ্বোধন করতেই এই সকল ব্যক্তিরা আমন্ত্রিত হয়েছিলেন। আর সেখানেই অনুব্রতবাবু নিজের পায়ে ফুটবল মেরে মাঠটি উদ্বোধন করেন। তিনি মাঠে নামতেই শোরগোল পড়ে যায় মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে। মাঠে উপস্থিত দর্শকেরা ছুটে আসেন অনুব্রতবাবুর খেলা দেখার জন্য। পরে তিনি খেলা ছেড়ে মাঠ ছেড়ে চলে যান আউশগ্রামের জনসভায়।

মাঠে খেলা উদ্বোধন করতে এসে অনুব্রতবাবু জানান,“৩৪ বছর ধরে খেলাটাকে বন্ধ করে রেখেছিল। মা মাটির মানুষ আসার পর খেলার মানটা বেড়েছে। আসতে আসতে চেষ্টা করছি এই ধরনের মাঠ তৈরি চেষ্টা করা। ১৯ টা ব্লক আছে আমার। ১৯ টা ব্লক কেই জেলা পরিষদ থেকে ২০-২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এই ধরনের মাঠকরার তৈরি করার জন্য ও ফুটবল খেলার জন্য।” পাঁচশোয়া হাইস্কুলের খেলার মাঠ প্রসঙ্গে তিনি আরোও জানান,“যদি এই মাঠের আর কোন প্রয়োজন থাকে। যদি কোন দরকার থাকে তাহলে আমাকে বলে দেবেন। আমি জেলা পরিষদকে বলে ১০ লক্ষ টাকা দেবো।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর