‘২২৫-২৩০ সিট করতে হবে গোটা বীরভূম জেলায়,মা যা চাইবে তাই পাবে’:- অনুব্রত মণ্ডল

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ প্রতি বছরের মতো এবছরেও বীরভূম জেলার বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে কালীপুজোর আয়োজন করা হয়েছে সাড়ম্বরে। যদিও এই পুজোর মূল উদ্যোক্তা অবশ্য তৃনমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের এই কালীপুজো হার মানাতে পারে কলকাতার নামিদামী পুজোকেও।রাজনৈতিক প্রচার থেকে পুজো-আচ্চা সবটাই তিনি করেন তাঁর নিজস্ব ঢঙে।কালী পুজোতেও তার ব্যতিক্রম হল না।

IMG 20191025 WA0030 1
ছবিঃ কালীর গহনার সামনে অনুব্রত।

বোলপুরে প্রায় কোটি টাকার ব্যয়ে তৈরি ঝাঁ চকচকে তৃনমূলের দলীয় কার্যালয়ে উপরে উঠতেই বাঁ দিকে পড়ে এই কালী মন্দির। প্রতি বছর সেইখানেই কালীপুজো করে আসছেন অনুব্রত মণ্ডল সহ একাধিক তৃনমূলের কার্যকর্তারা। আর সেখানেই প্রতি বছরের মতো এবছরেও প্রতিমাকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিলেন অনুব্রত মণ্ডল। এবছর প্রতিমাকে ২৬০ ভরি গয়না পড়ানো হলেও ছবিটা দেখা গেল সম্পূর্ণ আলাদা। অন্য বছরে অনুব্রত মণ্ডল নিজের হাতে প্রতিমাকে গয়না দিয়ে সাজালেও এই বছর তিনি নিজে বসে থেকে গহনা পড়ালেন। মুকুট, হাতের বালা, চূড়, বাউটি, বাজুবন্ধ,নেকলেস,হার সবই রয়েছে গয়নার তালিকায়।

IMG 20191025 WA0029

কিন্তু কেন অনুব্রতবাবু নিজের হাতে মায়ের মূর্তিতে গহনা পড়ালেন না? এই বিষয়ে তিনি জানান,“আমার মা মারা গেছে। এখনো এক বছর হয়নি। আমার ঘরের দূর্গা পুজোতেও ঢুকিনি। আর কালী পুজোতেও ঢুকবো না। তাই আমি বাইরে বসে আছি। ওনারাই মাকে নিজের হাতে গহনা পড়িয়ে সাজালেন।আর মাকে যে নৈবেদ্য করলেন সেটা ওনারাই ব্রাহ্মণ দিয়ে করালেন।” এছাড়াও তিনি বলেন,“মা সুন্দর ভাবে সেজেছে। মা যা চাইবে তাই পাবে। আমি আশা করি,মা ২১ শে ২২৫-২৩০ সিট যেন হয়। আর মা’কে যা চেয়েছি মা কিন্তু তা দেয়। মা আমার কথা অবাধ্য করে না। আর অবাধ্য হওয়ার উপায় নাই। অবাধ্যতা তো মায়ের কাছে শুনবো না। তাকে ২২৫-২৩০ সিট’ই করতে হবে গোটা বীরভূম জেলায়। মা যা চাইবে তাই পাবে। এই বছর ২৬০ ভরি সোনা আছে।” এইখানে এই কালীপুজো হয় ষোড়শ উপাচারে পঞ্জিকা মেনেই। সারা দিন উপোস থেকে রাতে পুষ্পাঞ্জলি দেন কেষ্ট। বলে জানা গেছে।

IMG 20191025 WA0026
ছবিঃ মা কালীকে নিজের হাতে সাজাচ্ছে তৃনমূলের বীরভূম জেলা সহ-সভাপতি রানা সিংহ।

তৃনমূলের বীরভূম জেলা সহ-সভাপতি রানা সিংহ বলেন,“আমাদের জেলা সভাপতির উদ্যোগে প্রত্যেক বছর আমাদের পার্টি অফিসে কালী পুজো হয়। আমাদের জেলা কমিটি,বীরভূম জেলা কমিটি তার সঙ্গে আউশগ্রাম,কেতুগ্রাম,

IMG 20191025 WA0027 1
ছবিঃ বোলপুরে তৃনমূলের দলীয় কার্যালয়ে সোনার গহনার বেশে কালীমাতা।

মঙ্গলকোটের সকল তৃনমূল নেতৃত্ব এখানে এই পুজোয় আসেন। এটা এখন নয়। এই পুজো গত প্রায় ৪০ বছর ধরে অনুব্রত মণ্ডল করে আসছেন। সুতরাং এই বছরেও এই পুজোর আয়োজন তিনি করেছেন। তাঁর সাথে আমরাও যুক্ত হয়। এই মন্দির সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। ওনারা এখানে আসেন মায়ের দর্শন করতে,ভোগ খেতে।”

সম্পর্কিত খবর