হোয়াটসঅ্যাপ চ‍্যাটে আপত্তিজনক কিছু মেলেনি, মাদক মামলায় আরিয়ানকে জামিন দেওয়ার কারণ জানালো বম্বে হাইকোর্ট

বাংলাহান্ট ডেস্ক: মাদক মামলায় বড় স্বস্তি পেলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান (aryan khan)। জামিন তো আগেই পেয়ে গিয়েছিলেন, কিন্তু তাও অনেকেই কটাক্ষ করেছিলেন যে বাবার প্রভাবেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এবার সেই অভিযোগ থেকেই মুক্তি পেলেন আরিয়ান। বম্বে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল শাহরুখ পুত্রকে জামিন দেওয়ার কারণ।

আরিয়ান সহ মাদক মামলায় অপর দুই অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকে জামিন দেওয়ার কারণ হিসাবে শনিবার কয়েকটি বিবৃতি প্রকাশ করা হয় বম্বে হাইকোর্টের তরফে। হাইকোর্টের বিচারপতি জানান, আরিয়ান, আরবাজ ও মুনমুনের কাছে বাণিজ‍্যিক ভাবে ব‍্যবহারের জন‍্য মাদক ছিল, কিন্তু তাতে এটা প্রমাণ হয় না যে তাঁদের অপরাধের মানসিকতাও ছিল।


তিনজনের হোয়াটসঅ্যাপ চ‍্যাটে আপত্তিকর কিছু মেলেনি। পুলিসের নেওয়া বয়ানেরও কোনো আইনি ভিত্তি নেই বলে জানানো হয়েছে আদালতের তরফে। তাঁরা তিনজনে মিলে যে কোনো ষড়যন্ত্র করছেন তারও প্রমাণ মেলেনি। তাছাড়া আরিয়ান, আরবাজ ও মুনমুন একই সঙ্গে ক্রুজ পার্টিতে ছিলেন বলেই তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায়না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।

গত ২৮ অক্টোবর মাদক কাণ্ডে জামিন পেয়েছেন আরিয়ান। দীর্ঘ ২৬ দিন আর্থার রোড জেলে কাটাতে হয়েছে তাঁকে। অনেক কাঠখড় পুড়িয়ে ছেলেকে বাড়ি ফেরাতে পেরেছেন কিং খান। মোট ১৪ টি শর্তের বিনিময়ে আরিয়ানের জামিন মঞ্জুর করেছিল বম্বে হাইকোর্ট। বিদেশে যেতে পারবেন না তিনি। তাঁর পাসপোর্ট জমা রয়েছে বিশেষ আদালতের কাছে।


বিশেষ অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান। এমনকি মুম্বই পর্যন্ত ছাড়তে পারবেন না তিনি। এ জন‍্য তদন্তকারী অফিসারের অনুমতি লাগবে আরিয়ান। মাদক মামলায় আদালতে হওয়া কথোপকথন নিয়ে না সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খুলতে পারবেন আর না নেটমাধ‍্যমে কিছু লিখতে পারবেন না।

এই মামলায় জামিন প্রাপ্ত অন‍্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আরিয়ান। প্রমাণ নিয়ে কোনো রকম কাটাছেঁড়া করতে পারবেন না তিনি। খান পরিবার সূত্রে খবর, আগামী দু তিন মাস পর্যন্ত নাকি সবরকম পার্টি, নাইট আউটে যাওয়াও বন্ধ আরিয়ানের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর