চাকরির খবরটাইমলাইনভারত

৮১ হাজার পর্যন্ত বেতন, মাধ্যমিক পাশেই BRO-তে চাকরির সুবর্ণ সুযোগ! আজই করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক: দেশে বাড়তে থাকা বেকারত্বের মধ্যে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনে (BRO) একাধিক শূন্যপদে নিয়োগ চলছে। এর জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশি উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। প্রার্থীর কাছে স্রেফ কয়েকটি সার্টিফিকেট থাকতে হবে। একইসঙ্গে শিক্ষাগত দিক থেকে মাধ্যমিক পাশ হলেই হবে। তাহলেই তিনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

crockex

বর্তমানে ৫৬৭টি শূন্যপদে নিয়োগ করছে BRO। এর মধ্যে রয়েছে রেডিও মেকানিক, অপারেটর কমিউনিকেশন, ড্রাইভার এবং ড্রিলার। চাকরিপ্রার্থীরা চাইলে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। BRO-র অফিশিয়াল ওয়েবসাইট www.bro.gov.in -এই ফর্ম পাওয়া যাচ্ছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

border roads organisation

বিআরও-র তরফে জানানো হয়েছে, তাদের সাধারণ রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। দেখে নিন কোন পদে ক’টি শূন্যপদ খালি রয়েছে। 

  • ১। ভেহিকল মেকানিক: ২৩৬টি পদ
  • ২। অপারেটর কমিউনিকেশন: ১৫৪টি পদ
  • ৩। এমএসডব্লু মিস্ত্রী: ১৪৯টি পদ
  • ৪। এমএসডব্লু ড্রিলার: ১১টি পদ
  • ৫। ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট: ৯টি পদ
  • ৬। এমএসডব্লু পেইন্টার: ৫টি পদ
  • ৭। রেডিও মেকানিক: ২টি পদ
  • ৮। এমএসডব্লু মেস ওয়েটার: ১টি পদ

bro

এই পদগুলির জন্য খুব বেশি শিক্ষাগত যোগ্যতা লাগছে না। দশম শ্রেণি পাশ সহ কয়েকটি সার্টিফিকেট লাগবে এই পদগুলির জন্য। বিআরও-র অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিফিকেশন থেকেই সমস্ত তথ্য পেয়ে যাবেন প্রার্থীরা। এছাড়াও এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে কমপক্ষে ১৮ বছর বয়সি হতে হবে। সর্বোচ্চ বয়ঃসীমা ২৫ বছর। যদিও কয়েকটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ২৭ বছর। এছাড়াও বয়সে ছাড় দেওয়া হবে।

জেনে নেওয়া ভাল, এই পদগুলির জন্য নামমাত্র অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আবেদনকারীদের। BRO-এর এই শূন্যপদে আবেদন করতে অ্যাপ্লিকেশন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন তাঁরা।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker