অবনতি ঘটল ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের শারীরিক অবস্থার, ভর্তি করানো হল ICU ওয়ার্ডে

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় (Corona) আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের (Boris Johnson) শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এরপর ওনাকে সোমবার রাতে হাসপাতালের ICU ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। প্রধানমন্ত্রীর (Prime Minister) শরীরে এখনো করোনা ভাইরাসের লক্ষণ আছে। আর রবিবার ওনাকে টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। ১০ দিন আগে বোরিস জনসনের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়।

boris

‘ডাউনিং স্ট্রিট” এর মুখপাত্র রবিবার জানায়, ৫৫ বছর বয়সী জনসনের মধ্যে এখনো করোনার লক্ষণ আছে। ডাক্তারের পরামর্শে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মুখপাত্র জানান, ‘প্রধানমন্ত্রীকে ডাক্তারের পরামর্শে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, কারণ প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর ওনার মধ্যে ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে।

উনি বলেন, ‘প্রধানমন্ত্রী এনএইচএস স্টাফের কাজের জন্য তাঁদের প্রশংসা করেছেন, আর মানুষকে ঘরের ভিতরেই থাকার পরামর্শ দিয়েছে। সরকারের পরামর্শ পালন করতে এবং নিজের জীবন বাঁচাতে আবেদন করেছেন তিনি।” জনসন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানান যে, ওনাকে আরও কয়েকদিন কোয়ারেন্টাইনে রাখার নির্ণয় নেওয়া হয়েছে।

boris johnson

গত সপ্তাহে সংক্রমণের খবর সামনে আসার পর সাতদিনের কোয়ারেন্টাই শুক্রবার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর এখনো জ্বর আছে আর করোনা ভাইরাসের একটি লক্ষণও আছে। এরজন্য আরও কটা দিন ওনাকে একান্তবাসে থাকতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সুস্বাস্থের কামনা করেছেন। প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, ‘আশা করছি আপনি খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পাবেন আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর