বোল্টকেও হার মানাবে; বল করার পর ১০০ মিটার দৌড়ে লাফ দিয়ে ক্যাচ ধরলেন বোলার, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট এমন এক খেলা যেখানে প্রত্যেক ক্রিকেটারেরই ব্যাপক পরিমাণে ফিটনেসের প্রয়োজন হয়। সে একজন বোলার হোক কিংবা একজন ব্যাটসম্যান কিংবা ফিল্ডার যে কেউ হোক না কেন তার ফিটনেসের প্রয়োজন রয়েছে। বিশেষ করে রানিং, ক্রিকেট মাঠে কোন ক্রিকেটার কত বেশী দৌড়াতে পারে তার ওপর নির্ভর করে তার সফলতা। অনেক সময় দেখা যায় অনেক ব্যাটসম্যান বড় বড় শট খেললেও তাদের রানিং বিটউইন দ্য উইকেট খুবই খারাপ। সেই কারণে অনেক সময় রানের গতি কমে যায় আবার অনেক বোলারের বল করার সময় রানিং পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে।

তবে বল করার পর কোন বোলার জোরে দৌড়ে বাউন্ডারি লাইন পর্যন্ত গিয়ে ক্যাচ ধরেছেন এমন দৃশ্য ক্রিকেট মাঠে খুবই কম দেখা যায়। একজন বোলার বল করার পর সঙ্গে সঙ্গে নিজের সহজ ক্যাচও ধরতে ব্যর্থ হন আর সেই বোলার কিনা বাউন্ডারি লাইন পর্যন্ত স্প্রিন্টারের মতো দৌড়ে গিয়ে বল ধরলেন। হ্যা এমনই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কার আর্মি কমান্ডস টি-টোয়েন্টি লীগে।

https://twitter.com/NewsCorpCricket/status/1314010207467438080?s=20

করোনার পরে শুরু হয়েছে আইপিএল। আর আইপিএল নিয়ে মেতে রয়েছে বিশ্বক্রিকেট। আর এই ভরা আইপিএলের মরশুমের মাঝেও শ্রীলঙ্কান আর্মি কমান্ডস টি-টোয়েন্টি লিগের একটি ডিভিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে রীতিমত অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা ডানহাতি বোলার এক বাঁহাতি ব্যাটসম্যানকে বল করার পর সেই বলটি সপাটে মেরে বাউন্ডারি পার করার চেষ্টা করেন সেই ব্যাটসম্যান। আর তারপর বল লক্ষ্য করে স্পিন্টারের মত মোটামুটি 100 মিটার দৌড়ে গিয়ে একেবারে ঝাপিয়ে পড়ে সেই বল তালুবন্দি করে ফেলেন বোলার। ক্রিকেট মাঠে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। আর তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর