JNU ক্যাম্পাসে লাগানো হল জিন্নাহ’র ছবি! অভিযোগের তির বামেদের দিকে

বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ক্যাম্পাসে সাভারকারের (Savarkar) নামে কালি লাগানোর খবর সামনে আসছে। সাভারকারের নামের উপর কালি লাগানোর পর সেখানে ডঃ ভীম রাও আম্বেদকরের নাম লেখা হয়। আর সবথেকে অবাক করা বিষয় হল সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহম্মদ আলী জিন্নাহ (Muhammad Ali Jinnah) এর পোস্টার লাগানো হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাতে উপদ্রবিরা JNU ক্যাম্পাসে বিনায়ক দামোদর সাভারকর মার্গে এই কাজ করে।

আপনাদের জানিয়ে দিই, সম্প্রতি JNU প্রশাসন ক্যাম্পাসের একটি রাস্তার নাম সাভারকার মার্গ রেখেছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে বাম ছাত্র সংগঠন কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। JNU ছাত্র সঙ্ঘের সভাপতি ঐশী ঘোষ এই পদক্ষেপের তীব্র আলোচনা করেছিলেন, তবুও এরপরেও JNU প্রশাসন তাঁদের সিদ্ধান্তে টিকে থাকে।

JNU প্রশাসন যেই রাস্তার নাম বিনয় দামোদর সাভারকার মার্গ রেখেছি, ওই রোডের সাইন বোর্ডে কিছু উপদ্রবিরা কাল রাতে কালি লাগিয়ে দেয় এবং সেখানে আম্বেদকরের নাম লেখে। শুধু তাই নয়, উপদ্রবিরা সাইনবোর্ডে জিন্নাহ এর পোস্টার লাগায়। এই কাণ্ডে কে কে যুক্ত আছে সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা বাম ছাত্র সংগঠন এই কাজ করতে পারে।

আপানদের জানিয়ে দিই, গত বছর দিল্লী বিশ্ববিদ্যালয় সাভারকারের প্রতিমা লাগানো নিয়ে হাঙ্গামা হয়েছিল। তৎকালীন ছাত্রসঙ্ঘের সভাপতি শক্তি সিং অনুমতি ছাড়াই নর্থ ক্যাম্পাসে ফ্যাকাল্টি গেটে বিডি সাভারকার, সুভাষ চন্দ্র বসু আর ভগত সিং এর প্রতিমা লাগিয়েছিলেন। এটা অনেক ছাত্র সংগঠন আপত্তি জাহির করেছিল। সেই সময় সাভারকারের প্রতিমায় কালি লাগানো হয়েছিল। পরে সেই মূর্তি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর