সেমিফাইনালে জায়গা করে নেবে এই চার টিম, হয়ে গেল সবথেকে বড় ভবিষ্যৎবাণী

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেলেও সুপার ১২-এর লড়াই এখনও সেভাবে শুরু হয়নি। মাত্র ২ দিন অর্থাৎ ২৩ অক্টোবর থেকেই এই যুদ্ধে অবতীর্ণ হবেন দেশ-বিদেশের মহারথীরা। ভারতের প্রথম লড়াই অবশ্য ২৪ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনা রয়েছে সমর্থকদের মধ্যে। যদিও বিশ্বকাপের আসল লড়াই শুরু হবার আগেই শুরু হয়ে গেল অনুমান পর্ব। কোন ম্যাচ কে জিতবে তা নিয়ে ইতিমধ্যেই বয়ান দিতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

এবার কোন কোন দল সেমিফাইনালে পৌঁছাতে পারে তা নিয়েও শুরু হল আলাপ-আলোচনা। আর এই নিয়ে প্রথম নিজের মতামত সকলের সঙ্গে ভাগ করে নিলেন অস্ট্রেলিয়ার বিশিষ্ট চায়নাম্যান স্পিনার ব্র‍্যাড হগ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের ইউটিউব শো ডিপপয়েন্টে নিজের মতামত রাখতে গিয়ে বিশ্বকাপের সম্ভাব্য চার সেমি ফাইনালিস্টকে বেছে নিলেন হগ। তিনি বলেন, “আমি যে দলগুলি সেমিফাইনালে যাবে বলে মনে করছি তারা হল গ্রুপ -১ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এবং গ্রুপ -২ থেকে আমি মনে করি পাকিস্তান ও ভারত থাকবে।”

যদিও অস্ট্রেলিয়ান এই চায়নাম্যান স্পিনার নিজের দল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে জন্য বেছে নেননি, যা বেশ আশ্চর্য করেছে অনেকেই। কারণ অস্ট্রেলিয়ার বিশেষত গ্লেন ম্যাক্সওয়েল স্টিভ স্মিথ ওরা এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন। তবে পাকিস্তানের সেমিফাইনাল পৌঁছানোর প্রসঙ্গে একটি শর্তও রেখেছেন ব্র্যাড হগ।

তার মতে ভারতের বিরুদ্ধে যদি জিততে পারে পাকিস্তান তাহলেই সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ থাকবে তাদের কাছে। তিনি বলেন, “পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে যায় তাহলে আমার মনে হয় না তারা এগিয়ে যেতে পারবে, তাহলে ভারত পরবর্তী পর্যায়ে পৌঁছাবে, তাই দেখা যাক পরবর্তীতে কি হয়।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর