করোনা শেষ হতে না হতেই জারি হলো নতুন সতর্কতা! উৎপাত বাড়াচ্ছে মগজখেকো Amoeba

করোনা সংক্রমণ বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করার পর এবার ভয় ধরাচ্ছে আরেক অনুজীবি। তবে এটি ভাইরাস নয়, অ্যামিবা। এই মস্তিষ্কখেকো অ্যামিবার নাম Naegleria fowleri  . আমেরিকায় এই অনুজীবির প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।

BrainEatingAmoebaCDC

প্রথমে মনে করা হচ্ছিল দূষিত জল থেকে এই অ্যামিবা ছড়িয়ে পড়ছে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে গরম জলের ঝিল, মাটি বা গরম জলধারায় এই অনুজীবির বাস। দূষিত জলের সাথে আপাত ভাবে এর কোনো সম্পর্ক নেই।

প্রথমে আমেরিকার দক্ষিণে এই অ্যামিবার খোঁজ পাওয়া গেলেও এখন উত্তরেও তার প্রকোপ বাড়ছে। তথ্য বলছে, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৩৪ জন এই মস্তিষ্কখেকোর শিকার। ১৯৬২ থেকে ২০২০ পর্যন্ত ১৪৫ জনের দেহে এই অনুজীবের অবস্থান শনাক্ত করা গিয়েছে৷ তবে তার মধ্যে মারা গিয়েছেন মাত্র ৩ জন।

জানা যাচ্ছে, জল পান নয় বরং হ্রদ বা অন্য কোনো জলাশয়ে স্নানের সময় এই অ্যামিবা মানব দেহে প্রবেশ করে। নাসারন্ধ্র দিয়ে ঢুকে সোজাফওলেরি,  করে মস্তিষ্কে। অপরিস্কার হ্রদের জলে সাধারণ ভাবে এই অ্যামিবার দেখা পাওয়া যায়। তবে কারখানা থেকে বের হওয়া গরম জলেও এরা বাঁচতে পারে।

সম্পর্কিত খবর