নাটকীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়ে অনুর্দ্ধ ১৭ বিশ্বকাপ জিতে নিল ব্রাজিল।

অনুর্দ্ধ 17 বিশ্বকাপ জিতে নিল ব্রাজিল। মাত্র নয় মিনিটের সাম্বা ঝড়ে মেক্সিকোকে হারিয়ে অনুর্দ্ধ 17 বিশ্বকাপ জিতে নিল ব্রাজিল। এইদিন অনুর্দ্ধ 17 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলিয়ায় সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং মেক্সিকো। এই ম্যাচে ব্রাজিলের জুনিয়ররা 2-1 গোলে হারায় মাক্সিকোকে। ফাইনাল ম্যাচের 66 মিনিটের মাথায় মেক্সিকোর ব্রায়ান গনঞ্জালেস হেড থেকে একটা দারুন গোল করে এগিয়ে দেয় মেক্সিকো কে। হঠাৎ করে গোল খেয়ে ছন্দ হারাতে শুরু করে ব্রাজিলের জুনিয়ররা। একটা সময় একেবারে খেলার বাইরে চলে যেতে শুরু করে ব্রাজিল। সেই সময় ম্যাচের 84 মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল, পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেয় কায়ো। এরপর নাটকীয় ভাবে ইনজুরি টাইমে ফের গোল করে ব্রাজিল। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন লাজোরা।

   

ব্রাজিল কে পেনাল্টি দেওয়ার পরে রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন মেক্সিকোর কোচ হোসে মারিয়া। সেই নিয়ে শুরু হয়ে প্রবল সমালোচনা। কারণ প্রথমে পেনাল্টি না দিয়ে পরে ভিডিও ফুটেজ দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেয় রেফারি।

এই জয়ের মধ্যে দিয়ে ব্রাজিল চারবার অনুর্দ্ধ 17 বিশ্বকাপ জিতে নিল। অপরদিকে গত আট বছরে মেক্সিকো এই নিয়ে তৃতীয় বার অনুর্দ্ধ 17 বিশ্বকাপের ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ জেতা হয় নি তাদের। এবারেও খালি হাতেই ফিরতে হল তাদের। নেদারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে অনুর্দ্ধ 17 বিশ্বকাপের তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

এইদিন ম্যাচের শুরু থেকেই একাধিক বার সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। বারেবারে আক্রমণ করলেও একজন যোগ্য ফিনিসারের অভাবে গোল করতে ব্যর্থ হচ্ছিল ব্রাজিল। তবে শেষের দিকে মাত্র নয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে বিশ্বকাপ জিতে নিল ব্রাজিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর