Breaking News: পুলিশের সামনেই NRS ডাক্তারদের ফের মারধর করলো বহিরাগতরা

 

বাংলা হান্ট ডেস্ক: এত ঘটনার পরেও শান্ত হচ্ছে না মানুষ। ফের একদল বহিরাগত পুলিসের সামনেই জুনিয়র ডাক্তারদের উপরে চড়াও হল NRS হাসপাতালে। সহকর্মী পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছেন NRS হাসপাতালে। কয়েকজন বহিরাগত যুবক সেই অবস্থান বিক্ষোভেই হামলা চালাল হকি স্টিক নিয়ে।

   

 

হাসপাতালের সবকটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে। সকালে যদিও এমারজেন্সি গেটের একটা পাল্লা খোলা হয়েছিল রোগীর পরিজনদের অনুরোধে। দুপুর নাগাদ কয়েকজন বহিরাগত যুবক পুলিসের সামনেই সেই গেট দিয়ে ঢুকে হকি স্টিক নিয়ে অতর্কিতে হামলা করে। ভাঙচুর চলে হাসপাতালের অন্দরমহলে।

d85d6 img 20190613 wa0035 1

কিন্তু এই বহিরাগতরা কারা? তারা কিভাবে সাহস পেল পুলিসের সামনে হামলা চালানোর? আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের প্ররোচনা দিতেই এসেছিল বহিরাগতরা। পাল্টা মারমুখী হলে কাঠগড়ায় তোলা হতো জুনিয়র ডাক্তারদের, তাই শান্ত ভাবেই ঝামেলার মোকাবেলা করেছে তারা।

সম্পর্কিত খবর