মোদি জমানায় নাকি বেড়েছে মুসলিমদের ওপর অত্যাচার

বাংলাহান্ট ডেস্ক: মোদি জমানায় নাকি মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। ঠিক এমনই তীব্র ভাষায় ইংল্যান্ডের বিদেশ সচিব জেরিমি হান্টকে চিঠি লিখেছেন ব্রিটিশ যুক্তরাজ্যের পার্টির সংসদ জোনাথন অ্যাশওয়ার্থ।

   

এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই গোটা দেশজুড়ে লজ্জিত মনে করছেন নাগরকরা। এমনকি বিদেশের মাটিতেও সমালোচনার ঝড় উঠেছে।

যুক্তরাজ্যের পার্টির সংসদ জোনাথন অ্যাশওয়ার্থ বলেন, “আমি এই দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে যোগাযোগ করে জানতে পারি ভারতের মুসলিমদের উপর ভয়ানক অত্যাচার হচ্ছে। সেখানে ধর্মের নামে খুন,আক্রমণ, দাঙ্গা বৈষম্য, ও ভাঙচুরের ঘটনা ঘটে।”

মোদি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে,এমন প্রমাণ অনেক পাওয়া গেছে। দ্বিতীয়বারের জন্য মরে ক্ষমতায় এলে বেশ কিছু মুসলিম পালিয়ে গিয়েছেন নিরাপত্তার খোঁজে। কিন্তু তা এতদিন দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই চিঠির ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যকর মোদি সরকারের মুখ পুড়ছে। এই ঘটনায় বিরোধী পক্ষ বলতে চাইছেন,তাদের দাবি সঠিক প্রমাণিত হয়েছে।

সম্পর্কিত খবর