অতিথি দেব ভবঃ কোয়ারেন্টাইনে ভারতের আতিথেয়তায় অভিভূত ব্রিটিশ নাগরিক

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) শিরায় শিরায় প্রবাহিত তার সনাতন সংস্কৃতি। ভারতের জীবনধারার মূল কথাই অতিথি দেব ভবঃ অর্থাৎ অতিথি দেবতা। বিশ্বের সামনে আরো একবার সেই চর্চিত অতিথি আপ্যায়নের উদাহরণ রাখল ভারত। ভারতে আটকে পরা ব্রিটিশ নাগরিক প্রশংসায় পঞ্চমুখ ভারতের।

২০১৯ সালের অক্টোবর মাসে কুলি ক্লাইভ ব্রায়ান্ট ভারতে ঘুরতে আসেন। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে কোয়ারান্টাইন কেন্দ্রে ছিলেন। কোয়ারান্টাইনে থাকার সময় চিকিৎসক ও অন্যান্য কর্মীদের তাঁর প্রতি যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জানা যাচ্ছে, ঐ ব্যাক্তি তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির দর্শনের পরেই করোনার কারনে দেশজুড়ে চালু হয় লকডাউন। ২৪ মার্চ তাকে কোয়ারেন্টাইন কেন্দ্রে নেওয়া হয়৷ দুবার করোনা টেস্ট এর রেজাল্ট নেগেটিভ হলেও দেশব্যাপী লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় তিনি ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পরও ঐ কেন্দ্রেই থাকতে বাধ্য হন।

অবশেষে, জেলা কালেক্টর এবং পুলিশ সুপারের অনুমতি নিয়ে তাকে কোয়ারান্টাইন কেন্দ্র থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্রিটিশ দূতাবাসের অনুমতি পাওয়ার পরে ব্রায়ান্ট হায়দ্রাবাদ থেকে গতকাল সকাল ৭ টায় আহমেদাবাদ এবং পরে ব্রিটিশ এয়ারলাইন্সের মাধ্যমে সন্ধ্যা ৭ টায় তার দেশে ফিরে যান। কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রায়ান্ট কোয়ারান্টাইন কেন্দ্রে তাঁর যত্ন করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও লেখেন। যার প্রতিটি লাইনে ভারতের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ছে।

সম্পর্কিত খবর