ভারত বিরোধী গতিবিধিতে যুক্ত থাকায় দিল্লী বিমানবন্দর থেকেই ব্রিটেনে তাড়িয়ে দেওয়া হল ব্রিটিশ সাংসদকে!

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি সুত্র অনুযায়ী, ভারতের (India) বিরুদ্ধে গতিবিধিতে যুক্ত থাকার জন্য ব্রিটিশ সাংসদ (British MP) ডেবি আব্রাহামের (Debbie Abrahams) ভিসা বাতিল করা হয়েছে। সরকারি সুত্র এও জানায় যে, ১৪ই ফেব্রুয়ারি এই বিষয়ে ডেবিকে জানানো হয়েছিল। আব্রাহাম ভারত সরকারে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর এই কারণে ওনাকে সোমবার ভারতে ল্যান্ড করার পর দিল্লী এয়ারপোর্টে এন্ট্রি দেওয়া হবেনা বলে জানিয়ে দেওয়া হয়। আর ওনাকে আবার দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়।

   

সুত্র থেকে জানা যায় যে, ডেবিকে ৭ অক্টোবর ২০১৯ এ ই-বিজনেস ভিসা জারি করা হয়েছিল। এই ভিসা ৫ অক্টোবর ২০২০ পর্যন্ত বিজনেস মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য বৈধ ছিল। ওনার ই ভিসা ১৪ই ফেব্রুয়ারি ২০২০ বাতিল করা হয়। আর এর প্রধান কারণ ছিল ভারত বিরোধী গতিবিধিতে যুক্ত থাকা। আর ওনার ভিসা খারিজ হওয়ার কথা ওনাকে ১৪ই ফেব্রুয়ারিতেই জানিয়ে দেওয়া হয়েছিল।

সরকারি সুত্র থেকে জানা যায় যে, ডেবি যখন ভারত সফরে আসছিলেন, তখন ওনার ভিসা বৈধ ছিল না। আর এই জন্যই ওনাকে দিল্লী এয়ারপোর্টে এন্ট্রি দেওয়া হয়নি। সুত্র জানায়, ‘এয়ারপোর্টে ব্রিটেনের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাইল এর কোন সুবিধা নেই। আর ই-বিজনেস ভিসা বিজনেস মিটিংয়ে অংশ নেওয়ার জন্য হয়। পরিবারের কোন ব্যাক্তি অথবা বন্ধুদের সাথে দেখা করার জন্য এই ভিসা ব্যাবহার করা যায় না।

আব্রাহাম যিনি কাশ্মীরের জন্য অল পার্টি পার্লামেন্ট্রি গ্রুপ অফ কাশ্মীরের প্রধান ছিলেন, উনি বলেছিলেন যে, উনি একটি বৈধ ই-ভিসার সাথে ভারতের সফরে এসেছেন আর নিজের পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করবেন। কিন্তু ওনার ভিসা বিনা কারণে বাতিল করে দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর