সীমান্তে উত্তেজনার মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করল BRO, ঘুম উড়ল চীন আর পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ ভারত-চীন সীমান্তে চলা উত্তেজনার মধ্যে সীমান্ত সড়ক সংস্থা (Border Road Organization – BRO) আরেকটি রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে। এই সড়কটিকে নিম্মু-পদম-দরচা রোড হিসেবেও জানা যায়। এই সড়ক রণনৈতিক দিক থেকে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রাস্তা শত্রু দেশে গুলোর নজর থেকে ভারতের (India) সামরিক বাহন গুলোকে দূরে রাখবে। আর দুটি রাস্তা শ্রীনগর-কারগিল-লেহ রোড আর মানালি সরচু-লেহ রড আন্তর্জাতিক সীমান্তের পাশে থাকায় শত্রু দেশ গুলো ওই রাস্তা গুলোতে নজরদারি চালাতে সক্ষম হয়।

   

আরেকদিকে, এই নতুন রাস্তার ফলে অনেক সময়ও সাশ্রয় হবে, কারন পুরনো রাস্তা দিয়ে মানালি থেকে লেহ পৌঁছানর জন্য ১২ থেকে ১৪ ঘণ্টা লাগত, কিন্তু নতুন এই রাস্তার ফলে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টা লাগবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অন্য রাস্তা গুলোর তুলনায় এই রাস্তা প্রায় সারা বছরই খোলা থাকবে। অন্য রাস্তা দুটি বছরের মাত্র ৬-৭ মাসই খোলা থাকে।

BRO এর ইঞ্জিনিয়াররা জানান, এই রাস্তা এখন যানবাহন চলাচলের যোগ্য এবং কয়েকটন মাল বহনেরও যোগ্য। ১৬ BRTF এর কম্যান্ডার এমকে জৈন বলেন, ‘এই রাস্তা ৩০ কিমি বাদে সম্পূর্নই তৈরি হয়ে গেছে। এবার সেনা এই সড়কের ব্যবহার করতে পারে। শত্রু পক্ষের নজর এড়িয়ে এই সড়কের মাধ্যমে সেনা সামরিক গতিবিধি চালাতে সক্ষম হবে।

এমকে জৈন আরও বলেন, ‘এই রাস্তা অন্য রাস্তা দুটির তুলনায় কম উচ্চতায় বানানোর ফলে বছরে ১০ থেকে ১১ মাস যানবাহন চলাচলের জন্য সক্ষম হবে। এই রাস্তা মোট ২৫৮ কিমি দীর্ঘ। আমরা সড়কের বাকি ৩০ কিমি অংশও খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলব।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর