‘খরচ চালাতে নাজেহাল অবস্থা’ : কেন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করল BSNL

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল জরুরি তলব করে সাহায্যের আবেদন জানাল কেন্দ্রের কাছে। এই মুহূর্তে অর্থ সাহায্য না পেলে তাদের পক্ষে খরচ চালানো একেবারে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বলে তারা জানিয়েছেন। বিএসএনএল কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানিয়েছেন কর্মীদের বেতন বাবদ ৮৫০ কোটি টাকা-সহ ১৩,০০০ কোটি টাকার এই খরচ তাদের পক্ষে টেনে নিয়ে চলা প্রায় দুর্লভ হয়ে উঠেছে।

96d04 images 1 2

বিএসএনএল-এর বাজেট ও ব্যাংকিং ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার পুরন চন্দ্রা জানিয়েছেন, ‘এখনই আর্থিক সাহায্য না পেলে তাদের পক্ষে এই খরচ চালানো অসম্ভব’। যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছে বিএসএনএল। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটির হিসেব অনুযায়ী ২০১৮-র ডিসেম্বর পর্যন্ত ৯০,০০০ কোটি টাকা ক্ষতিতে চলছিল বিএসএনএল।

বিএসএনএলের এই ক্ষতি সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকদিন আগেই খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও পর্যন্ত এ সমস্যার কোনো সুরাহা হয়নি।

সম্পর্কিত খবর