BSNL নিয়ে এল দুর্দান্ত ৩ প্ল্যান, নামমাত্র দামেই মিলবে ৫০ এমবিপিএস উচ্চগতির ডেটা

বাংলাহান্ট ডেস্কঃ সরকারি টেলিকম সংস্থা bsnl আবারো নিয়ে এল ৩ প্যাক। যেখানে নাম মাত্র মূল্যেই মিলবে ৫০ mbps গতিতে ডেটা। ২০০, ৩০০ ও ৪০০ জিবির ডেটা প্যাকের সর্বনিম্ন মূল্য ৪৯০ টাকা। আসুন জেনে নেওয়া যাক এই ডেটা প্যাকগুলি সম্পর্কে

   

২০০ জিবি ডেটা প্যাকটির দাম ধার্য করা হয়েছে ৪৯০ টাকা। এটি এই প্ল্যানের বেসিক ডেটা প্যাক। ১ মাসের জন্য বৈধ এই ডেটা প্যাকে ২০০ জিবি ডেটা পাওয়া যাবে ৫০  mbps গতিতে। ২০০ জিবি শেষ হয়ে গেলে গতি হবে ৪ mbps

একই ভাবে ৩০০ জিবির ডেটা প্যাকটির গতিও থাকবে ৫০ mbps ডেটা শেষ হয়ে গেলে গতি কমে ৪ এমবিপিএস হয়ে যাবে৷ দাম ধার্য করা হয়েছে ৫৯০ টাকা। একই সুবিধায় আপনি যদি আরো ডেটা চান, তবে ৪০০ জিবির ডেটা প্যাকটি নেওয়া যেতে পারে। এর দাম ধার্য করা হয়েছে ৬৯০ টাকা।

তবে এই ডেটা প্যাক গুলির কোনোটাতেই কল করবার সুবিধা দিচ্ছে না সরকারি টেলিকম সংস্থা bsnl. দেশের শুধুমাত্র পাঞ্জাব সার্কেলে আপাতত উপলব্ধ এই প্ল্যানগুলি।

পাশাপাশি, BSNL এবার ভারতের প্রতিটি বাড়িতে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। এবার বাড়ি বসে অনলাইনে আবেদন করলে Bharat fible এর কানেকশন।

সরকারি টেলিকম কোম্পানি BSNL এই লক্ষ্যে চালু করেছে নতুন পোর্টাল ‘BookMyFiber’ । এই পোর্টালে আবেদন করলেই আপনাকে ফোন করে নেবে সংশ্লিষ্ট অঞ্চলের বি এস এন এল আধিকারিকরা৷ তারপর আপনার বাড়িতে পৌঁছে যাবে ভারত ফাইবার।দেশের প্রতিটি অঞ্চলেই উপলব্ধ এই সরকারি পরিষেবা।

জেনে নিন কিভাবে আবেদন করবেন

bsnl এর অফিসিয়াল পোর্টাল থেকে এই BookMyFibre পোর্টালে যান। ওয়েবসাইটটি স্বয়ংক্রিয় ভাবে আপনার এলাকা ডিটেক্ট করে নেবে। আপনাকে শুধু পিন কোড, মোবাইল নম্বর ও ইমেল এড্রেস দিতে হবে৷ তারপর সংশ্লিষ্ট অঞ্চলের বি এস এন এল আধিকারিকরা আপনাকে ফোন করে পৌঁছে দেবে এই পরিষেবা।

পরিষেবায় খরচ

অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় ভারত ফাইবারের খরচ অনেকটাই কম। সবচেয়ে কমদামি প্ল্যানটির মূল্য ৪২৯ টাকা, যদিও এটি কয়েকটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। এছাড়া প্রাথমিক প্ল্যানটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা। পাশাপাশি সর্বোচ্চ প্ল্যানটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। এই প্ল্যানে সর্বোচ্চ ২০০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পাওয়া যাবে।

 

সম্পর্কিত খবর