কেমন আছেন বুদ্ধবাবু। জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সন্ধেয় প্রবল শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর শরীরে অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে গিয়েছিল।এখন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। শনিবার সকালে মেডিক্যাল বুলেটিন পেশ করে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রাতে তাঁকে ১ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। আরও ১ ইউনিট রক্ত দেওয়া হবে। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল, সেটা খানিকটা বেড়েছে। অক্সিজেনও হাল্কা চলছে। চেস্ট এক্স-রে হয়েছে। ফুসফুসে সংক্রমণ রয়েছে। আরও বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।  বিশেষজ্ঞদের সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন তিনি হাসপাতাল সূত্রে খবর, সন্ধে ৭.৩২ মিনিট নাগাদ ফোনে বলা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর রক্তচাপ কমে গিয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। জ্ঞানও নেই । খবর পাওয়া মাত্র হাসপাতালের আইসিসিইউ তৈরি করা হয় এবং   হাসপাতালে উপস্থিত একজন বিশেষজ্ঞ ডাক্তার কে খবর দাওয়া হয়। আরও একজনকে ডেকে পাঠানো হয় আরও একজনকে।  আইসিসিউ-এর ৫১৬ নম্বর বেডে  বাই-অ্যাপ ভেন্টিলেশনের মাধ্যমে চিকিৎসা শুরু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী র।

বুদ্ধবাবুর অসুস্থতার খবর পেয়েই ছুটে আসেন ফুয়াদ হালিম, রবিন দেব, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম সহ সিপিআইএম নেতৃত্ব। এবং  প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েই সেখানে ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবং আসেন।    কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও। রাতে সস্ত্রীক হাসপাতালে আসেন রাজ্যপাল জগনদীপ ধনখড়। মিনিট ১৫ হাসপাতালে থাকেন তিনি।

 

তবে খানিক সুস্থ হওয়ার পর থেকেই বাড়ি যাওয়ার জন্য ছোটফট শুরু করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ তাই আবেদন করেছে হাসপাতালে যেন বেশি ভীড় না করা হয়।

সম্পর্কিত খবর