বাংলা হান্ট ডেস্ক: বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে ভারতের পড়শি দেশ চিন অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু তাই নয়, প্রযুক্তির ওপর ভর করে তারা উন্নতির পথকেও বিস্তৃত করছে। পাশাপাশি, মনোযোগ দেওয়া হচ্ছে দেশের পরিবহণ ক্ষেত্রেও। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনে এবার এমন একটি বুলেট ট্রেন (Bullet Train) তৈরি করা হয়েছে যেটি ঘন্টায় ৪৫০ কিমি গতিবেগে চলবে এবং চোখের পলকে যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে।
চিনে ছুটবে নতুন বুলেট ট্রেন (Bullet Train):
এই বুলেট ট্রেনের (Bullet Train) নাম হল CR450 EMU (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট)। এটি চিনের সম্প্রতি ডিজাইন করা বুলেট ট্রেনের মডেল। রবিবার বেইজিংয়ে লঞ্চ করা হয়েছে এই ট্রেন। এমতাবস্থায়, এই ট্রেনটির অপারেটর আশা করছে যে এটি বিশ্বের দ্রুততম হাইস্পিড ট্রেনে পরিণত হবে। যা ছুটবে বুলেটের গতিতে। বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ঘণ্টায় ৪৫০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। সংস্থাটি জানিয়েছে, এই ট্রেনটি সারা বিশ্বে একটি নতুন মানদণ্ড তৈরি করবে এবং খুব শীঘ্রই দীর্ঘ দূরত্ব অতিক্রম করবে।
ট্রেনের মতোই সুবিধা পাবেন যাত্রীরা: উল্লেখ্য যে, এই ট্রেনটি (Bullet Train) তৈরি করেছে চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি। সংস্থাটি বলেছে, ট্রেনটি যাত্রীদের সফরের সময়ে অনেকটাই কমিয়ে দেবে এবং কানেক্টিভিটিকে উন্নত করবে। যার ফলে যাত্রীদের সফরের বিষয়টি আরও সুষ্ঠু এবং সহজভাবে সম্পন্ন হবে।
CR400-র চেয়েও দ্রুত চলবে: বর্তমানে চিনে CR400 বুলেট ট্রেন (Bullet Train) চলছে যার গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। এর তুলনায় CR450-র গতি হবে আরও দ্রুত। কোম্পানিটি বলেছে যে CR400 বুলেট ট্রেনের তুলনায়, CR450 হাই-স্পিড ট্রেন অপারেশনাল রেজিস্ট্যান্স ২২ শতাংশ কমিয়ে দেবে এবং ওজনেও ১০ শতাংশের হ্রাস হবে।
আরও পড়ুন: ভারতীয় হুইস্কির স্বাদে মজে গোটা বিশ্ব! ৬০ টি দেশে হচ্ছে রফতানি, এবারে উঠল বিশেষ দাবি
কি জানিয়েছে চিনের রেলওয়ে: এই প্রসঙ্গে চিনের রেলওয়ে জানিয়েছে, CR450 প্রকল্প ওই দেশের রেল প্রযুক্তিকে আরও উন্নত করবে। চিন বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে উন্নত হাই-স্পিড রেলওয়ে নেটওয়ার্ক (Bullet Train) তৈরি করেছে। যেটি সামগ্রিকভাবে আরও আরামদায়ক রেল পরিষেবা সহ যাত্রীদের জন্য ভ্রমণের জন্য প্রস্তুত।
আরও পড়ুন: Reliance Jio-র গ্রাহকদের খুলল কপাল! নতুন বছরে বাজিমাত করবে এই ৫ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান
Xinhua নিউজ এজেন্সির মতে, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে উচ্চ গতির রেলওয়ে নেটওয়ার্ক ৪৬ হাজার কিলোমিটার এলাকা জুড়েছে। যার কারণে বিশ্বব্যাপী উচ্চ গতির রেলপথের দৈর্ঘ্য ৭০ শতাংশে পৌঁছেছে। বর্তমানে, দেশে ২,৮০০ টি বুলেট ট্রেন (Bullet Train) চলছে। যা ওই দেশের ৩৪ টি প্রদেশের মধ্যে ৩৩ টি প্রদেশকে কভার করছে এবং ৫৫০ টি শহরকে সংযুক্ত করেছে।