বাম্পার সুযোগ! এবার মাত্র ৯ টাকায় পাবেন রান্নার গ্যাস, জানুন কিভাবে

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন প্রাক্কালে ফের স্বস্তির নিঃশ্বাস ফেলল মধ্যবিত্ত। ১ এপ্রিল থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ১০ টাকা। যার ফলে ৮১৯ টাকা থেকে LPG সিলিন্ডারের মূল্য দাঁড়ালো ৮০৯ টাকা। তবে এবার আরও একটি চমকদার অফার নিয়ে হাজির হল PayTm। যার মাধ্যমে ৮০৯ টাকার গ্যাস আপনি পেতে পারেন শুধুমাত্র ৯ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

গ্যাস বিক্রিকারী সংস্থার সাথে PayTm একটি গাঁটছাড়া বেঁধেছে। যার ফলে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কেউ যদি PayTm মারফত গ্যাস সিলিন্ডার বুক করে তাহলে তিনি ৮০০ টাকা পর্যন্ত ক্যাসব্যাক পেতে পারেন।

LPG Cylinder Will Be Available For Just Rs 194, New Offer Brought With Paytm - Informalnewz

জানুন এই অফারটি গ্রহণ করার পদ্ধতি-

পুরো এপ্রিল মাস গ্রাহকরা সস্তায় রান্নার গ্যাস কেনার দারুণ সুযোগ পেয়েছে। এর জন্যে সবার প্রথমে ফোনে পেটিএম অ্যাপ না থাকলে  সেটিকে ডাউনলোড করে নিন। এরপর নিজের ফোন থেকে PayTm অ্যাপ খুলুনতারপর  PayTm অ্যাপে রিচার্জ অ্যান্ড পে বিল অপশনে যান। বুক এ সিলেন্ডার অপশনে গিয়ে ক্লিক করুন এবং নিজের গ্যাসের কোম্পানি নির্বাচিত করুন।

এরপর গ্যাস কানেকশনের সঙ্গে যে ফোন নম্বর দেওয়া আছে সেটি অথবা LPG আইডি দিন। তারপরেই আপনাকে পেমেন্ট অপশন দেওয়া হবে। পেমেন্ট অপশনে গিয়ে সেখানে অফার সেকশনে ‘FIRSTLPG’ প্রোমো কোড লিখুন। মনে রাখবেন, বুকিংয়ের একদিনের মধ্যে আপনি ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পাবেন। এবং এই  স্ক্র্যাচ কার্ড  ৭ দিনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। অন্যথায় স্ক্র্যাচ কার্ড বাতিল বলে গণ্য হবে।

সম্পর্কিত খবর