উদ্বেগ বাড়ল ভারতীয় দলে, বোলিং করার সময় মুচকে গেল বুমরাহর গোড়ালি।

ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে দাপটের সাথে হারালো ভারত। এই জয়ের ফলে ফের একবার ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই আনন্দের মুহূর্তে ভারতীয় দলের উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহের গোড়ালিতে চোট।

নিউজিল্যান্ডের ইনিংসের একেবারে শেষ ওভারের দ্বিতীয় বলে বল করার সময় বেকায়দায় পড়ে যায় জাসপ্রিত বুমরাহের পা আর তার ফলে গোড়ালী মচকে যায় বুমরাহের। প্রাথমিক চিকিৎসার পর তিনি আবার বল করে নিজের ওভার শেষ করেন। কিন্তু সেই সময় রানিং অপে কিছুটা অসুবিধা হচ্ছিল বুমরাহের। ম্যাচ শেষে বুমরাহের গোড়ালিতে স্ক্যান করার কথা রয়েছে।

সদ্য কিছুদিন আগে কোমরে চোট সারিয়ে দলে ফিরেছেন এই তারকা পেশাস। সেই কারণে বুমরাহের চোট নিয়ে উদ্বিগ্ন ভারতীয় টিম ম্যানেজমেন্ট সহ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বুমরাহকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উদ্বিগ্ন হওয়ার কারণ তার পারফরম্যান্স। এইদিনও বুমরাহের পারফরম্যান্সে প্রমাণ পাওয়া গেল, চার ওভার বল করে মাত্র 31 রান দিয়ে তুলে নিয়েছেন একটা উইকেট। সেখানে দাঁড়িয়ে ভারতের অন্যান্য বোলাররা দিয়েছেন ঝুড়ি ঝুড়ি রান। সেই কারণেই ভারতীয় ম্যানেজমেন্ট বুমরাহের চোট নিয়ে বেশি চিন্তিত।

এই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট কোহলির ম্যাচ জয়ের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে বুমরাহ। আর সেই কারণেই বুমরাহকে নিয়ে বেশ চিন্তিত অধিনায়ক বিরাট কোহলি। কারণ এই শুরু হলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ। আর প্রথম ম্যাচেই যদি বুমরাহ চোট পেয়ে যায় তাহলে চাপ পারবে ভারতীয় দলে। কারণ এরপরে রয়েছে ওয়ানডে সিরিজ তারপর রয়েছে টেস্ট সিরিজ। আর এই প্রত্যেকটি সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুমরাহ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর