বাসস্ট্যান্ড খালি করিয়ে বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে চলছে মেলার প্রস্তুতি, ঘোর সমস্যায় যাত্রীরা

বাংলা হান্ট ডেস্কঃ বাসস্ট্যান্ডে নেই বাস! চলছে মেলার প্রস্তুতি। হ্যাঁ, ঠিক এমনই চিত্র ধরা পড়ল বাগুইআটির বাসস্ট্যান্ডে (Baguiati Bus stand)। গোটা বাসস্ট্যান্ড খালি করিয়ে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে মেলা (Fair)। যেই মেলার নাম ‘বাঙালিয়ানা’। আর মেলার প্রধান উদ্যোক্তা রাজারহাট–গোপালপুর কেন্দ্রের গায়িকা তৃণমূল কংগ্রেস বিধায়ক অদিতি মুন্সি (TMC MLA Aditi Munshi)। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, সপ্তাহ খানেক ধরে চলবে সভা। আর সেই সময় জুড়ে ৪৪ এবং ৪৪এ রুটের বাসগুলিকে দাঁড় করিয়ে রাখা হবে বাগুইআটি–জোড়ামন্দির থেকে বিমানবন্দর যাওয়ার রাস্তা ভিআইপি রোডে। আর তারই উল্টো দিকে উল্টোডাঙা যাওয়ার রাস্তায় ৪৪ নম্বর বাসস্ট্যান্ডে তৈরি করা হচ্ছে মেলার মণ্ডপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কী কী সমস্যা হচ্ছে? বাস স্ট্যান্ড থেকে বাস সরিয়ে অন্যত্র রাখায় বেশ সমস্যার সৃষ্টি হয়েছে। এই নিয়ে কয়েকজন বাসকর্মী জানান, এই বাসস্ট্যান্ডে ৪৪ নম্বর রুটের প্রায় ৭০ খানা বাস আছে। কিন্তু ১ এপ্রিল থেকে বাসগুলিকে সরিয়ে দেওয়া সমস্যার সম্মুখীন যাত্রীরা। কারণ, এতদিন বাস স্ট্যান্ড থেকেই বাস ধরাতে অভ্যস্ত তারা। হঠাৎ স্থান পাল্টে যাওয়ায় রাস্তা পার হয়ে অনেকটা হেঁটে যেতে হচ্ছে। ফলে তাদের সমস্যা বাড়ছে।

TMC MLA,Aditi Munsi,Fair Controversy,Baguiati,তৃণমূল বিধায়ক,অদিতি মুন্সি,মেলা বিতর্ক,বাগুইআটি,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অন্যদিকে, রাতের দিকে বাসের সংখ্যা আরও বাড়ায় সেগুলিও দাঁড়িয়ে থাকছে ভিআইপি রোডের ওপরই। ফলে রাস্তা আরও ছোট হয়ে যাচ্ছে। যার দরুন বাড়ছে পথ দুর্ঘটনার আশঙ্কা। তবে এই বিষয়ে বিধায়ক অদিতি মুন্সি অবশ্য সাফাই দিয়ে বলেন, ‘ভিআইপি রোড খুব জনবহুল রাস্তা। একদিকেই বাসগুলিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। যেভাবে বাসগুলি দাঁড়িয়ে থাকে, তাতে রাস্তা ছোট হওয়ার কোনও প্রশ্নই নেই। মানুষের যাতে সমস্যা না হয়, সেটা আমরা দেখছি।’‌