মাত্র ১০ হাজার দিয়েই শুরু করুন এই ব্যবসাগুলি! মিলবে মাসিক ৫০ হাজার টাকা রোজগারের সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : চাকরির বাজারে এতো পরিমান প্রতিযোগিতা বেড়েছে যে অনেকেই ব্যবসার (Business) দিকে ঝুঁকছেন। একটা সময় ছিল যখন বাঙালি সমাজও ব্যবসায় প্রসিদ্ধি লাভ করেছিল। কিন্তু কিছু বছর আগে পর্যন্ত মনে করা হতো বাঙালি ব্যবসা পারেনা। সেই মিথ ভেঙে দিয়ে বর্তমানে প্রচুর বাঙালি যুবক-যুবতীর ব্যবসার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ প্রতিষ্ঠা করছেন।

অনেকেই রয়েছেন যারা ব্যবসা করতে চান কিন্তু পর্যাপ্ত মূলধন নেই। তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে আমরা বেশ কিছু বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব। এই ব্যবসাগুলিতে ১৫-২০ হাজার টাকা বিনিয়োগ করলেই চলবে। অল্প বিনিয়োগে আপনি খুব দ্রুত লাভের মুখ দেখতে পারবেন এই ব্যবসাগুলিতে।

   

1) স্বল্প বিনিয়োগে ফাস্টফুডের ব্যবসা খুবই লাভদায়ক। ফাস্টফুড এর চাহিদা বর্তমানে আকাশ ছোঁয়া। বহু মানুষ ফাস্টফুডের দিকেই বর্তমানে আগ্রহ দেখাচ্ছেন। রোল, চাউমিন, মোমো, বার্গার ইত্যাদির ব্যবসা এখন খুবই জনপ্রিয় ও লাভদায়ক। ভবিষ্যতে এই ব্যবসা বৃদ্ধিরও সম্ভাবনা প্রবল। চেইন আকারে আপনারা এই ব্যবসা বৃদ্ধি করতে পারেন।

2) মাসিক ৫-১০ হাজার টাকার বিনিয়োগে আপনারা ফল ও শাকসবজির ব্যবসা শুরু করতে পারেন। এই ধরনের ব্যবসা খুবই লাভদায়ক। শাকসবজি ও ফলের চাহিদা চিরকালই রয়েছে। তাই অল্প বিনিয়োগে ঘরে বসে না থেকে ফল ও শাকসবজি বিক্রি করতে পারেন।

3) লন্ড্রির ব্যবসাও অল্প পুঁজিতে বেশ লাভ দায়ক ব্যবসা। বড় কোনও আবাসনের সামনে লন্ডির দোকান খুললে সেটি বেশ লাভদায়ক হতে পারে। বর্তমান সময়ে পরিবারের সকলেই চাকরি বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তাই তারা কাপড়-জামা কেচে ওঠার সময় পান না। সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি লন্ড্রির ব্যবসা শুরু করতে পারেন।

business idea money

4) আচার ব্যবসাও বেশ লাভদায়ক আমাদের দেশে। একটা সময় আমাদের বাড়ির মা-ঠাকুমারা আচার তৈরি করতেন। কিন্তু কর্মব্যস্তময় যুগে সেই সময় আর নেই কারোর। অথচ আচার খেতে আমরা সকলেই ভালবাসি। আপনারা চাইলে বাড়িতে আচার তৈরি করে সেগুলি বিক্রি করতে পারেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর