গোবর দিয়ে এই ব্যাবসা করে আপনিও পেতে পারেন মা লক্ষীর অশেষ কৃপা

বাংলাহান্ট ডেস্কঃ নতুন উদ্যোক্তাদের জন্য এক অসাধারন স্কিম এনেছে মোদী সরকার। এবার এই স্কিমে অনেকটা কম সুদে মিলবে লোন। কিন্তু কি ব্যাবসা করবেন যা একই সাথে হবে অভিনব , লাভের পরিমানও হবে যথেষ্ট। জেনে নিন এমনই একটি ব্যবসা সম্মন্ধে

আপনি কি জানেন গোবর দিয়ে বিভিন্ন ধরনের ব্যাবসা করে খুব অল্প সময়ে বিপুল টাকা লাভ করা যায়? গোবর দিয়ে অতি অল্প খরচেই উদ্ভিজ্জ রঞ্জক ও কাগজ তৈরি করে বিপুল আয় করা যেতে পারে। প্রসঙ্গত, গোবর থেকে তৈরি উপাদানের মাত্র 7 শতাংশ তৈরি হয়। বাকি 93 শতাংশ সহজেই উদ্ভিজ্জ বর্ণ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।উদ্ভিজ্জ রঞ্জক পরিবেশের পক্ষেও ভাল। রপ্তানি করে আয়ের পরিমান ও কম হয় না।

আপনি যদি গোবরকে কোনো রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে না নিয়ে গিয়েও ব্যাবসা করতে চান, তাও সম্ভব বলেই জানাচ্ছেন এই ব্যাবসার সাথে জড়িতরা। ৫ টাকা প্রতি কিলো দরে গোবর বিক্রি করা যায়। পাশাপাশি গোবরের তৈরি ঘুঁটেও গ্রামে বিক্রয় হয়। ভারতের যে সব অঞ্চলে এখনো এলপিজি পৌঁছাতে পারেনি সেখানে জ্বালানি হিসাবে ঘুঁটের ব্যাবহার প্রচুর।

গোবর দিয়ে বিভিন্ন ধরণের ব্যবসা করা যায়। তাদের মধ্যে একটি উদ্ভিজ্জ রঞ্জক তৈরি করতে চান বা । আপনি যদি গোবর থেকে কাগজ তৈরির ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে আপনি তার সরকারের সাহায্য নিতে পারেন। সরকার তার ব্যাবসা শুরুর জন্য ঋণ দিচ্ছে। গোবর দিয়ে কাগজ তৈরির প্ল্যান্ট শুরু করতে ১৫ লক্ষ টাকা মূলধন লাগবে। এটির সাহায্যে আপনি প্রতি মাসে 1 লাখ কাগজের ব্যাগ তৈরি ও বিক্রয় করতে পারবেন যা আপনাকে অর্থনৈতিক সমৃদ্ধি দেবে।

সম্পর্কিত খবর