উত্তরপ্রদেশের তিনটি আসনেই পিছিয়ে বিজেপি, ছত্তিসগড়-রাজস্থানে এগিয়ে কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : দেশে পাঁচ রাজ্যের ছটি বিধানসভা আসনে নির্বাচনের আজ ফলাফল ঘোষণা হবে। এরই সঙ্গে মৈনপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা আজই। এই লোকসভা কেন্দ্র সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের এলাকা। তাই এই লোকসভা কেন্দ্রের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে সপার সম্মান। অন্য আরও পাঁচ রাজ্যে উপনির্বাচনের (By Election) ফলাফল ঘোষিত হবে আজই।

উত্তর প্রদেশের রামপুর সদরের খতৌলি, ওড়িশার পদমপুর, রাজস্থানের সর্দার শহর, বিহারের কুড়নী এবং ছত্তিসগড়ের ভানুপ্রতাপুর আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজই। পাঁচ রাজ্যে ৬টি আসনে বিধানসভা উপনির্বাচন ও হাইপ্রোফাইল মৈনপুরী লোকসভা আসনের গণনাও শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে ৷ মৈনপুরী আসনে লড়াই হতে চলেছে সমাজবাদী পার্টি ও বিজেপির মধ্যে ৷ উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারিত হবে সমাজবাদী পার্টির প্রধান তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যু হওয়ায় মৈনপুরীতে উপনির্বাচন হচ্ছে। এই লোকসভা কেন্দ্রে টানা সাতবার জয় লাভ করেছে সমাজবাদী পার্টি।

   

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের মৈনপুরী লোকসভা কেন্দ্রে পিছিয়ে পড়েছে বিজেপি। অপরদিকে ছত্রিশগড়ের ভানুপ্রতাপপুর এবং রাজস্থানের সরদার শহর এলাকায় এগিয়ে রয়েছে কংগ্রেস। বিহারের কুড়নী বিধাানসভায় এগিয়ে রয়েছে বিজেপি।

অন্যদিকে আজ গুজরাতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ প্রায় সব এক্সিট পোলেরই পূর্বাভাস, ফের গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ রেকর্ড সংখ্যক আসনও পেতে পারে তারা৷ এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড ৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ ৷

Avatar
Sudipto

সম্পর্কিত খবর