ত্বকের জেল্লা ফিরে পেতে ব্যবহার করুন পাতিলেবু

এপ্রিল মাস পরেই গেছে এই সময় রোদের হাত থেকে ত্বক রক্ষা করার জন্য একটা বিশেষ প্যাক ব্যবহার করা যেতে পারে। হলুদ আর মধু এর একটা পেস্ট করে যেই যেই জায়গায় রোদে পুড়েছে, লাগালে বেশ ফল দেয়। প্রথমেই বলে রাখা ভালো মুখ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।

এপ্রিলের রোদে এখন মেয়েদের ত্বকের রফা দফা দশা। আর এসব থেকে চুলকানি বা জ্বালাভাব সৃষ্টি হচ্ছে ত্বকে। বসন্তে সূর্যের তাপে আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকে ৱ্যাশ বেরোতে দেখা যায়।এই সময় ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য গরমের শুরুতে এই রোদটা সরাসরি গায়ে না লাগিয়ে কিছুদিন পর তাপমাত্রা স্বাভাবিক হলে তখন বেরলে ভালো হয়।আর কিছু জিনিস মনে রাখতে হবে।

 

Loreal Paris Bmag Article Your Daily Weekly And Monthly Skin Care Routine D

আর এই সময় ত্বকের যত্ন নেওয়ার জন্যে আমাদের নানা ফেস প্যাক এবং ক্রিম মাখতে হয়। কিন্তু ঘরের কিছু জিনিস থাকে যা দিয়ে আমরা চট জলদি মুখের যত্ন নিতে পারি। যেমন পাতি লেবু। পাতি লেবু আমরা মুখে বা গায়ের চামড়ার ওপর ভালো করে ঘষে নিতে পারি। এতে চামড়ার কালো ভাব দূর হয়ে যায়।

আর চামড়ার উজ্জ্বল ভাব আসে। যেহেতু লেবু সাইট্রিক অ্যাসিড থাকে তাতে ত্বকের কালো ভাব দূর করে। আর ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। তাই মাঝে মাঝে ভালো করে লেবু ঘষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন ব্যাস তাহলেই কেল্লাফতে।তবে রোজ ব্যবহার করা উচিৎ নয়।

সম্পর্কিত খবর