ত্বক থেকে চুল সবকিছুর যত্ন নিতে ব্যবহার করুন কমলালেবু

বাংলাহান্ট ডেস্ক :ত্বকের যত্ন নিতে আমাদের রোজ কত কি না করতে হয়। আর যারা মেক আপ দেয় তাদের ত্বক তাড়াতাড়ি খারাপ হয়। আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।

সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ। তবে ত্বক উজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন কমলালেবু, শুধু ত্বক কেন চুল, নখ সব দিকে ব্যবহার যোগ্য এই লেবু।

b80f9b52 668e 4072 a3b0 f0243af9ec54

 

ব্রণের সমস্যা কমাতে কমলার খোসার পেস্ট ব্যবহার করা যেতে পারে। ময়দা, কমলার রস, কমলার খোসা মিশিয়ে মালিশ করে ত্বকের ভালো ফলাফল পাওয়া যায়। দই ও কমলা লেবুর খোসা তিনটি জিনিস মিশিয়ে আলতোভাবে মালিশ করলে ব্ল্যাকহেডস দূর হয়। রোদে পোড়া ভাব দূর করতে দুধ অথবা দইয়ের সঙ্গে কমলার খোসা মিশিয়ে নিয়ে ব্যবহার করতে পারলে দারুণ ফল মিলবে। চুলে ব্যবহার করলে এই রস খুশকি দূর হবে এবং চুল সিল্কি হবে। আর নক ভালো রাখতে নখের ওপর ঘষা যেতেই পারে।

মুখে আমরা যত্ন নেওয়ার জন্যে বেশ নানারকম ফেসপ্যাক মাখি তবে ঘরোয়া ফেস প্যাক এর কোনো তুলনা হয়না। মুখের চামড়া সুস্থ রাখার জন্যে সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন।

সম্পর্কিত খবর