একুশের নির্বাচনে এগিয়ে থাকবে কোন দল, পাবে কত আসন, দেখে নিন জনমত সমীক্ষা

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বাংলার (west bengal) নির্বাচনের দামামা বেজে উঠেছে। চলছে সভা, সমাবেশ, মিছিলের লড়াই। এরই মধ্যে আবার C-Voter Opinion Poll -র সমীক্ষা বলল একুশেও সবুজময় হতে চলেছে বাংলার আকাশ।

সমীক্ষার রিপোর্ট বলছে-

বাংলার ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখা যাবে, নির্বাচনের পর? রিপোর্ট বলছে-

মমতা ব্যানার্জির দিকে ভোট রয়েছে – 49%, সেকেন্ড পছন্দের তালিকায় দিলীপ ঘোষ – 19%, এরপর বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় – 13%। এরপর মুকুল রায় (7%), সুজন চক্রবর্তী (4%) এবং অধীর চৌধুরী (3%) রয়েছেন।

909238 tmc flag aitc 2

একুশের নির্বাচনে কোন দল কত আসন সংখ্যা পেতে পারে? সেই হিসেব বলছে-

তৃণমূল পেতে পারে 154-162 টি আসন। এরপর দ্বিতীয় স্থানে 98-106 টি আসন নিয়ে থাকতে পারে বিজেপি। 26-34 টি আসন নিয়ে তৃতীয় স্থানে থাকতে পারে বাম কংগ্রেস জোট এবং অন্যান্যরা পেতে পারে 2-6 টি আসন।

107025333 gettyimages 1144017790 2

অর্থাৎ, C-Voter Opinion Poll -র সমীক্ষা বলছে- 

43% ভোট পেয়ে নিজের জায়গা ধরে রাখবে তৃণমূল। প্রাপ্য ভোটের পরিমাণ কম হলে, বাংলার মসনদে থাকছে আবারও থাকছে ঘাসফুল। বাংলা দখলের চেষ্টা করেও 38% ভোট পেতে পারে বিজেপি। অন্যদিকে তৃণমূল এবং বিজেপিকে প্রতিদ্বন্ধি করে নিজেদের ক্ষমতা দেখনোর লড়াইয়ে 12% ভোট পেতে পারে বাম কংগ্রেস জোট। আর মাত্র 8% ভোট যেতে পারে অন্যান্যদের পকেটে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর