নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ: রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে অভিযোগ রাজ্যপালের, মুখ্যসচিব ডিজি কে ডাক

বাংলা হান্ট ডেস্ক : প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যেভাবে রাজ্য জুড়ে অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছিল তা নিয়ে স্পিকটি নট ছিলেন রাজ্যপাল। তবে এবার যেভাবে বিক্ষোভকারীরা ক্রমশই ক্ষুব্ধ হয়ে সম্পত্তি নষ্ট করছে, তেল ভাঙচুর স্টেশন মাস্টারের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া কোথাও কোথাও আবার পর পর কয়েকটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্য প্রশাসন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন কিন্তু এরই মধ্যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবিধানিক দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল।

রাজ্যের অশান্তির কথা মাথায় রেখে সোমবার রাজভবনে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি কে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধন কর। এ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপজ্জনক খেলা চলছে বলে অভিযোগ তোলেন একই সঙ্গে এই ধরনের প্রেক্ষাপটে সরকারকে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জানান। এমনকি তিনি এই ঘটনা নিয়ে খুবই চিন্তিত বলেও জানিয়েছেন। তাই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংবিধানের শপথ মাথায় রেখে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন রাজ্যপাল।

https://twitter.com/jdhankhar1/status/1206234735795564545

রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ভাবে বিক্ষোভকারীদের আগুন ক্রমশই উস্কে উঠেছে সেই সমস্ত পরিস্থিতি সম্পর্কে জানার জন্য সোমবার ঠিক সকাল দশটায় রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক হাত নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কখনই রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন এবং মানুষের করের টাকায় আইন বিরুদ্ধ কাজ এটা সংবিধান অনুমোদন দেয় না তাই মুখ্যমন্ত্রীকে বিজ্ঞাপন প্রত্যাহার করার বার্তা দিয়ে সংবিধানের সাহায্য চাওয়ার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল।

https://twitter.com/jdhankhar1/status/1206236174563471361

যদিও শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে ভাবে নাগরিক কত সংশোধনী আইনের আঁচ ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে গণতান্ত্রিক পথে এই আইনের বিরোধিতা করে আন্দোলন করার পরামর্শ দেন। একই সঙ্গে পথ অবরোধ রেল অবরোধ করবেন না সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না যারা গণ্ডগোল করেছে রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সম্প্রীতি বজায় রাখার বার্তাও দিয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর