CAA কোনো ভারতীয়কে সমস্যায় ফেলবে না, সরকার ভেবেচিন্তেই সব করেছে: রজনীকান্ত

বাংলাহান্ট ডেস্কঃ CAA প্রসঙ্গে দক্ষিণী সুপারস্টার কমল হাসানের বিপরীত মেরুতে অবস্থান করছেন সুপারস্টার রজনীকান্ত। কিছুদিন আগেই কমল হাসান সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন CAA সংখ্যালঘুদের জন্য ভয়ঙ্কর। আজ তাঁর বিপরীত মেরুতে অবস্থানের কথা জানালেন রজনীকান্ত

রজনীকান্ত জানান, সিএএ ভারতীয়দের সমস্যায় ফেলবে না সরকার সুনিশ্চিত করেছে। বিরোধী দলগুলি রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছে। যদিও এর আগেও সিএএ সমর্থনে সরব হতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। সিএএ নিয়ে দেশ যখন উত্তাল CAA সমর্থন করে তিনি আর্জি জানিয়েছিলেন, সমাধান সূত্র বের হওয়ার জন্য হিংসা কখনও পথ নয়।

4fa9ca5b067052cf00b40abbc82b624a 1580273812682 1580273826593

বেশ কিছুদিন আগে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন আগামী বছর। বিজেপি চাইছে দক্ষিণে রজনীকান্তের মতো একজন জনপ্রিয় একজনকে মুখ হিসাবে হাজির করতে। অপরদিকে কমল হাসানের মতো নতুন দল করে নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী  স্বরা ভাস্কর । তিনি বলেছেন, এ দেশের মাটিই নাগরিকত্ব দেয় দেশের প্রতিটি মানুষকে । এ দেশের মানুষের প্রতিটি শিরা উপশিরায় যে রক্ত বইছে, সেখানে রয়েছে দেশের সংবিধান, তাই এই নাগরিকত্ব কেউ ছিনিয়ে নিতে নিতে পারবে না । কেউ চাইলেও তা করতে পারবে না বলে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন স্বরা ভাস্কর।

অপরদিকে বিখ্যাত পরিচালক  সুভাষ ঘাই বললেন, ‘বিরোধিতা জনতার আওয়াজ। সেটাকে স্বীকার করা উচিৎ। কিন্তু যদি আপনি সমালোচনা করতে চান, তাহলে বিরোধিতার কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে। গান্ধীজির বিচারধারা মেনে চলুন, উনি বলেছিলেন, আমি লড়ব না, হিংসা করব না, কোন জিনিষের ক্ষতি করব না।”

সম্পর্কিত খবর